Published : 28 Jun 2024, 01:16 AM
সারের হয়ে কাউন্টি চ্যাম্পিয়নশিপে খেলার সময় হাঁটুতে চোট পাওয়ায় ইংল্যান্ডের বিপক্ষে টেস্ট সিরিজ থেকে সরিয়ে নেওয়া হয়েছে কেমার রোচকে। অভিজ্ঞ এই পেসারের বদলি হিসেবে দলে ডাক পেয়েছেন এই সংস্করণে অভিষেকের অপেক্ষায় থাকা ২৮ বছর বয়সী ফাস্ট বোলার জেরেমিয়া লুইস।
১৫ সদস্যের দলে এই পরিবর্তনের কথা বৃহস্পতিবার বিবৃতি দিয়ে জানায় ক্রিকেট ওয়েস্ট ইন্ডিজ (সিডব্লিউআই)।
আগামী রোববার ৩৬ বছরে পা দিতে যাওয়া রোচ এই মৌসুমে কাউন্টি চ্যাম্পিয়নশিপে সারের হয়ে ৬ ম্যাচে ২৫.৭৭ গড়ে উইকেট নেন ১৮টি। গত মে মাসে ওয়ারউইকশায়ারের বিপক্ষে দ্বিতীয় ইনিংসে ৪৬ রানে ৬টিসহ ম্যাচে ৮ উইকেট নিয়ে দলের জয়ে রাখেন বড় অবদান। পরের ম্যাচে দলের জয়ে উইকেট নিতে পারেন ৪টি। এবারের কাউন্টি যাত্রায় নিজের শেষ ম্যাচে আর খেলতে পারেননি তিনি।
টেস্টে ওয়েস্ট ইন্ডিজের পঞ্চম সর্বোচ্চ উইকেট শিকারি রোচ, ৮১ ম্যাচে উইকেট ২৭০টি। ইংল্যান্ডের বিপক্ষে ১৬ টেস্টে তার শিকার ৬১টি। তার ছিটকে যাওয়াটা তাই ক্যারিবিয়ানদের জন্য বড় ধাক্কা। প্রধান নির্বাচক ডেসমন্ড হেইন্সের কথায়ও ফুটে উঠল তা।
“ইংলিশ কন্ডিশনে কেমারের দক্ষতা ও অভিজ্ঞতার অভাব বোধ করব আমরা। অনেকদিন অপেক্ষার পর জেরেমিয়া লুইস সুযোগটি পেল। ইংল্যান্ডে প্রভাব ফেলার দক্ষতা ও অভিজ্ঞতা তার অবশ্যই আছে।”
তিন ম্যাচের সিরিজের জন্য এই মাসের শুরুতে ঘোষিত দলে থাকা ওপেনার ব্যাটসম্যান মিকাইল লুইসের ভাই জেরেমিয়া লুইস। এখন পর্যন্ত ৫৭টি প্রথম শ্রেণির ম্যাচে তার শিকার ১৫১ উইকেট।
লর্ডসে আগামী ১০ জুলাই শুরু হবে সিরিজ। এরপর ১৮ জুলাই ট্রেন্ট ব্রিজ ও ২৬ জুলাই শুরু হবে এজবাস্টন টেস্ট। মূল সিরিজের আগে ৩ জুলাই থেকে একটি প্রস্তুতি ম্যাচ খেলবে ক্যারিবিয়ানরা।