Published : 03 Jun 2025, 09:36 AM
বোর্ডের কেন্দ্রীয় চুক্তি থেকে দেড় বছর আগেই নিজেকে সরিয়ে নিয়েছেন নিকোলাস পুরান। জাতীয় দলে খেলার বাধ্যবাধকতা তার নেই। এই যেমন ইংল্যান্ড সফরে ওয়েস্ট ইন্ডিজের হয়ে তিনি খেলবেন না। আইপিএল খেলে আসার পর বিশ্রাম চেয়েছেন আগ্রাসী এই ব্যাটসম্যান।
কেন্দ্রীয় চুক্তি থেকে নিজেকে সরিয়ে নেওয়া দুই অভিজ্ঞ অলরাউন্ডার আন্দ্রে রাসেল ও জেসন হোল্ডার অবশ্য আছেন এই সিরিজের দলে। রাসেলও ব্যস্ত ছিলেন আইপিএলে, হোল্ডার খেলেছেন পিএসএলে।
চুক্তির বাইরে থাকা ক্রিকেটাররা এমনিতেই জাতীয় দলের হয়ে খেলেন বেছে বেছে। রাসেল সবশেষ টি-টোয়েন্টি খেলেছেন ইংল্যান্ডের বিপক্ষেই গত নভেম্বরে। অ্যাঙ্কেলের চোট নিয়ে সিরিজের প্রথম ম্যাচ খেলার পর ছিটকে গিয়েছিলেন তিনি।
রভম্যান পাওয়লের বদলে শেই হোপ অধিনায়ক হওয়ার পর ওয়েস্ট ইন্ডিজের প্রথম সিরিজ এটিই। সবশেষ সিরিজে পাওয়েলের নেতৃত্বে বাংলাদেশের কাছে ৩-০ ব্যবধানে হেরেছিল ক্যারিবিয়ানরা। বিগ ব্যাশে ব্যস্ত থাকা হোপ ছিলেন না ওই সিরিজে।
নেতৃত্ব হারালেও অবশ্য দলে জায়গা ধরে রেখেছেন পাওয়েল। তবে বাদ পড়েছেন জাস্টিন গ্রেভস, শামার স্প্রিঙ্গার ও টের্যান্স হাইন্ডস।
গুজরাট টাইটান্সের হয়ে আইপিএলে ১৩ ম্যাচ খেলা মারকাটারি ব্যাটম্যান শেরফেন রাদারফোর্ড ফিরেছেন দলে।
ইংল্যান্ডে খেলার পর আয়ারল্যান্ডের বিপক্ষে সিরিজ খেলবে ক্যারিবিয়ানরা। সেই সিরিজের দলে পরিবর্তন থাকবে দুটি। ইংলিশদের বিপক্ষে খেলে দেশে ফিরে যাবেন ব্র্যান্ডন কিং ও রোস্টন চেইস। ওয়ানডেতে সাম্প্রতিক সময়ে অসাধারণ ফর্মে থাকা কেসি কার্টি যোগ হবেন আইরিশদের বিপক্ষে সিরিজে। এই সিরিজ দিয়েই প্রথমবার জাতীয় দলের স্কোয়াডে আসবেন জাইড গুলি।
ইংল্যান্ডের বিপক্ষে ওয়েস্ট ইন্ডিজের তিন ম্যাচের টি-টোয়েন্টি সিরিজ শুরু শুক্রবার। এরপর আয়ারল্যান্ডের বিপক্ষে তিন ম্যাচের সিরিজ শুরু ১২ জুন।
আগামী ২৫ জুন থেকে দেশের মাঠে অস্ট্রেলিয়ার বিপক্ষে টেস্ট সিরিজ খেলবে ক্যারিবিয়ানরা। ইংল্যান্ডের বিপক্ষে টি-টোয়েন্টি সিরিজ শেষেই তার প্রস্তুতি ক্যাম্পের জন্য দেশে ফিরে যাবেন প্রধান কোচ ড্যারেন স্যামি, সহকারী কোচ ফ্লয়েড রিফার ও বোলিং কোচ রাভি রামপল। আয়ারল্যান্ডের বিপক্ষে সিরিজে কোচের দায়িত্ব পালন করবেন রেয়ন গ্রিফিথ।
ইংল্যান্ডের বিপক্ষে ওয়েস্ট ইন্ডিজ দল: শেই হোপ (অধিনায়ক), জনসন চার্লস, রোস্টন চেইস, ম্যাথু ফোর্ড, শিমরন হেটমায়ার, জেসন হোল্ডার, আকিল হোসেন, আলজারি জোসেফ, ব্র্যান্ডন কিং, এভিন লুইস, গুডাকেশ মোটি, রভম্যান পাওয়েল, আন্দ্রে রাসেল, শেরফেন রাদারফোর্ড, রোমারিও শেফার্ড।
আয়ারল্যান্ডের বিপক্ষে ওয়েস্ট ইন্ডিজ স্কোয়াড: শেই হোপ (অধিনায়ক), কেসি কার্টি, জনসন চার্লস, ম্যাথু ফোর্ড, জাইড গুলি, শিমরন হেটমায়ার, জেসন হোল্ডার, আকিল হোসেন, আলজারি জোসেফ, এভিন লুইস, গুডাকেশ মোটি, রভম্যান পাওয়েল, শেরফেন রাদারফোর্ড, রোমারিও শেফার্ড।