অ্যান্ডারসন-টেন্ডুলকার ট্রফি
Published : 25 Jun 2025, 10:43 PM
রিশাভ পান্তের ব্যাটিং অনেক উপভোগ করেন গ্রেগ চ্যাপেল। বিশেষ করে এই কিপার-ব্যাটসম্যানের অপ্রথাগত শটগুলো তার খুব ভালো লাগে। মুগ্ধ অস্ট্রেলিয়ান গ্রেটের মতে, ক্রিকেটকে যেন নতুন করে মেলে ধরছেন পান্ত।
ইংল্যান্ডের বিপক্ষে হেডিংলি টেস্টে ভারত হেরে গেলেও ব্যাট হাত দুর্দান্ত ছিলেন পান্ত। প্রথম ইনিংসে ৬টি ছক্কা ও ১২টি চারে ১৭৮ বলে ১৩৪ রান করেন তিনি। দ্বিতীয়বার ব্যাটিংয়ে নেমে ১৪০ বলে খেলেন ১১৮ রানের ইনিংস, হাঁকান ৩টি ছক্কা ও ১৫টি চার।
ম্যাচের দুই ইনিংসেই সেঞ্চুরি করে দারুণ এক কীর্তিও গড়েন পান্ত। টেস্টের ১৪৮ বছরের ইতিহাসে জোড়া সেঞ্চুরি করা স্রেফ দ্বিতীয় কিপার-ব্যাটসম্যান তিনি। প্রথমজন জিম্বাবুয়ের অ্যান্ডি ফ্লাওয়ার; ২০০১ সালে দক্ষিণ আফ্রিকার বিপক্ষে হারারেতে ১৪২ ও অপরাজিত ১৯৯ রান করেছিলেন তিনি।
পান্তের ইনিংস দুটি ও তার সামর্থ্য নিয়ে চলছে আলোচনা। মুম্বাইয়ে একটি প্রচারণামূলক অনুষ্ঠানে গ্রেগ চ্যাপেলও পান্তকে প্রশংসায় ভাসান।
“পান্তের ব্যাটিংয়ের সৌন্দর্য হলো সে খুব দ্রুত রান করে, যা দলকে ম্যাচ জেতার সময় দেয়। (হেডিংলি টেস্টে) তার পারফরম্যান্স ছিল অসাধারণ-সে এমন কিছু শট খেলেছে, যেগুলো সম্ভবত আমার সবশেষ দেখা এমসিসির কোচিং ম্যানুয়ালে ছিল না। ব্যাটসম্যান হিসেবে সে খেলাটিকে পুনরাবিস্কার করছে।”
পান্তের জোড়া সেঞ্চুরি ছাড়াও ভারতের হয়ে এই ম্যাচে শতকের স্বাদ পান ইয়াসাসভি জয়সওয়াল, শুবমান গিল ও লোকেশ রাহুল। তবুও ম্যাচটি ৫ উইকেটে হেরে যায় তারা। এক টেস্টে পাঁচ সেঞ্চুরির পরও কোনো দলের পরাজয় ১৪৮ বছরের টেস্ট ইতিহাসে এবারই প্রথম।
দুই ইনিংস মিলিয়ে ৮৩৫ রান করে ভারত। টেস্ট ক্রিকেটে তাদের ৯৩ বছরের পথচলায় এত রান করে হারের অভিজ্ঞতা আর নেই।
এজবাস্টনে দুই দলের দ্বিতীয় টেস্ট শুরু আগামী ২ জুলাই।