Published : 18 May 2025, 09:12 PM
জয়ের জন্য শেষ তিন বলে প্রয়োজন ৯ রান। হাসান নাওয়াজ মারলেন দুটি ছক্কা। আরও একটি ম্যাচে শেষ ওভারে দলকে রোমাঞ্চকর জয় এনে দিলেন পাকিস্তানের তরুণ ব্যাটসম্যান।
পাকিস্তান সুপার লিগে (পিএসএল) রোববার মুলতান সুলতান্সের বিপক্ষে কোয়েটা গ্ল্যাডিয়েটর্সকে ২ উইকেটে জিতিয়েছেন নাওয়াজ।
রাওয়ালপিন্ডিতে ১৮৬ রানের লক্ষ্য তাড়ায় শেষ ওভারে কোয়েটার দরকার ছিল ১১ রান। পেসার মোহাম্মদ হাসনাইনের প্রথম তিন বলের মধ্যে দ্বিতীয়টি থেকে কেবল দুই রান নিতে পারেন নাওয়াজ। তাতে সমীকরণ হয়ে ওঠে কঠিন।
চতুর্থ বলে বোলারের মাথার ওপর দিয়ে ছক্কা মেরে সম্ভাবনা জোরাল করেন নাওয়াজ। পঞ্চম বলে দ্বিতীয় রানের চেষ্টায় সরাসরি থ্রোয়ে নন স্ট্রাইক প্রান্তে রান আউট হয়ে যান আবরার আহমেদ।
শেষ বল হাসনাইন করেন লো ফুল টস, লং-অন ফিল্ডারের মাথার ওপর দিয়ে ছক্কায় উড়িয়ে উচ্ছ্বাসে ডানা মেলে দেন নাওয়াজ।
চারে নেমে ৬ ছক্কা ও ২ চারে ৩৮ বলে ৬৭ রান অপরাজিত রয়ে যান ২২ বছর বয়সী ব্যাটসম্যান।
এর আগের ম্যাচে তিনি করেন অপরাজিত শতক, ৪৫ বলে ১০০। তার আগের ম্যাচে ৪১ বলে অপরাজিত ৬৪। ওই ম্যাচেও শেষ ওভারে দলকে ২ উইকেটের রোমাঞ্চকর জয় এনে দেন তিনি।
ইসলামাবাদ ইউনাইটেডের বিপক্ষে লাহোরে সেদিন শেষ ওভারে কোয়েটার দরকার ছিল ১৫ রান। সেদিন নাওয়াজ দলকে জেতান এক বল বাকি থাকতে, তৃতীয় ও পঞ্চম বলে ছক্কায় ম্যাচ শেষ করে দেন তিনি।
রোববার কোয়েটা ও মুলতান ম্যাচ পর্যন্ত আসরে সবচেয়ে বেশি ছক্কা নাওয়াজেরই, ৮ ইনিংসে ২৩টি। এর মধ্যে সেঞ্চুরির ইনিংসেই মারেন ৯টি।
গত মার্চে অকল্যান্ডে পাকিস্তানের হয়ে নিউ জিল্যান্ডের বিপক্ষে টি-টোয়েন্টিতে নাওয়াজ সেঞ্চুরি করেছিলেন ৪৪ বলে, এই সংস্করণে পাকিস্তানের কোনো ব্যাটসম্যানের যা দ্রুততম সেঞ্চুরি।