ভারতীয় ক্রিকেট
Published : 27 Mar 2025, 06:08 PM
উইকেটের পেছন থেকে আউটের আবেদন নিয়ে দৃষ্টিভঙ্গিতে পরিবর্তন এসেছে ইশান কিষানের। ভারতীয় কিপারের মতে, বারবার আবেদন করলে বিরক্ত হতে পারেন আম্পায়ার। মোহাম্মদ রিজওয়ানকে একটু খোঁচাও মেরেছেন তিনি। পাকিস্তানী ক্রিকেটারের উদাহরণ টেনে মজা করে কিষান বলেছেন, প্রায় সব কিছুতে আবেদন করলে নিশ্চিত আউটও দিবেন না আম্পায়ার।
অতিরিক্ত আবেদন করা নিয়ে মাঝেমধ্যেই সমালোচিত হতে দেখা যায় পাকিস্তানের উইকেটরক্ষক রিজওয়ানকে। আগে এমন স্বভাব ছিল কিষানেরও। তবে এখন বদলে গেছেন তিনি।
উইকেটের পেছনে গ্লাভস হাতে কিষানের এই বদল চোখে পড়েছে সাবেক আন্তর্জাতিক ক্রিকেটের আম্পায়ার আনিল চৌধুরির। সেই প্রসঙ্গে কিষানের সঙ্গে কথা বলার একটি ভিডিও সামাজিক যোগাযোগ মাধ্যমে পোস্ট করেন তিনি।
“তুমি আমার আম্পায়ারিংয়ে অনেক ম্যাচ খেলেছো। এখন পরিণত হয়েছো। প্রয়োজনেই আপিল করো। তবে আগে তুমি অনেক আবেদন করতে। এই পরিবর্তন এলো কী করে?”
পরে আবেদন করার ক্ষেত্রে নিজের ভাবনার পরিবর্তনের কারণ তুলে ধরেন কিষান। সেখানেই টেনে আনেন তিনি রিজওয়ানের কথা। যা ছড়িয়ে পড়ে সামাজিক যোগাযোগ মাধ্যমে।
“আমার মনে হয়, আম্পায়াররা স্মার্ট হয়ে গেছে। প্রতিবার আবেদন করলে, তারা হয়তো নিশ্চিত আউটও দিবে না। এরচেয়ে ভালো একবার আবেদন করা, যখন আউট মনে হবে তখন। তাতে আম্পায়ারদেরও আমাদের ওপর ভরসা থাকবে যে, সে ঠিকঠাক আবেদন করে…সেটা না করে, রিজওয়ানের মতো করলে, আম্পায়াররা আউট হলেও আউট দেবে না।”
চলতি আইপিএলে সানরাইজার্স হায়দরাবাদের হয়ে খেলছেন কিষান। সেখানে অবশ্য কিপিং করতে হচ্ছে না তাকে। হায়দরাবাদ দায়িত্বটি দিয়েছে দক্ষিণ আফ্রিকার হাইনরিখ ক্লসেনকে।