Published : 24 Feb 2018, 05:50 PM
ঢাকা প্রিমিয়ার ডিভিশন ক্রিকেট লিগের পঞ্চম রাউন্ডের ম্যাচে ৩ উইকেটে জিতেছে মোহামেডান। প্রাইম ব্যাংকের ২৫৯ রান ৭ বল বাকি থাকতে পেরিয়ে যায় তারা। লিগে এটি মোহামেডানের তৃতীয় জয়। প্রাইম ব্যাংকের চতুর্থ পরাজয়।
বিকেএসপির তিন নম্বর মাঠে শনিবার টস হেরে ব্যাট করতে নেমে তাইজুলের দারুণ বোলিংয়ে ৩৬ রানে ৬ উইকেট হারিয়ে চাপে পড়ে প্রাইম ব্যাংক। প্রথম সাত ব্যাটসম্যানের ছয়জনই যেতে পারেননি দুই অঙ্কে। শানাজ আহমেদ ও ইউসুফ পাঠান ফিরেন শূন্য রানে।
এরপরই শুরু হয় আল আমিন জুনিয়র ও আরিফুল হকের লড়াই। সপ্তম উইকেটে দুই জনে গড়েন ১৬১ রানের লড়িয়ে এক জুটি। নিজের তৃতীয় সেঞ্চুরি পাওয়া আল আমিন জুনিয়রের বিদায়ে ভাঙে জুটি। ১২৬ বলে ৯টি চার ও দুটি ছক্কায় ১১০ রান করে ফিরেন তিনি।
চারটি করে ছক্কা-চারে ৮৭ রান করেন অলরাউন্ডার আরিফুল। শেষের দিকে দেলোয়ার হোসেনের ১৪ বলে ২৫ রানের ঝড়ো ইনিংসে আড়াইশ ছাড়ায় প্রাইম ব্যাংকের সংগ্রহ।
৫৩ রানে ৩ উইকেট নেন বাঁহাতি স্পিনার তাইজুল। দুটি করে উইকেট নেন বিপুল শর্মা ও কাজী অনিক।
রান তাড়ায় দুই ভাই রনি তালুকদার ও জনি তালুকদার দলকে এনে দেন ভালো শুরু। কিন্তু বিনা উইকেটে ৬০ থেকে এক সময়ে ৯২ রানে ৪ উইকেট হারিয়ে চাপে পড়ে যায় মোহামেডান।
৫৯ বলে ৬৪ করে ফিরে যান রকিবুল। তখনও জয়ের জন্য ৫৫ রান চাই মোহামেডানের। অবিচ্ছিন্ন অষ্টম উইকেটে সেই রান তুলে ফেলেন অফ স্পিনিং অলরাউন্ডার এনামুল হক ও তাইজুল।
৩৩ বলে ৩২ রান করেন এনামুল। বাঁহাতি ব্যাটসম্যান তাইজুল ৩৬ বলে করেন ৩৫।
প্রাইম ব্যাংকের রুবেল ও দেলোয়ার নেন দুটি করে উইকেট। দারুণ সেঞ্চুরির জন্য ম্যাচ সেরার পুরস্কার জেতেন আল আমিন জুনিয়র।
সংক্ষিপ্ত স্কোর:
প্রাইম ব্যাংক ক্রিকেট ক্লাব: ৫০ ওভারে ২৫৯/৯ (মারুফ ৫, শানাজ ০, জাকির ৮, আল আমিন জুনিয়র ১১০, ইউসুফ ০, নাহিদুল ১, সাজ্জাদুল ৭, আরিফুল ৮৭, দেলোয়ার ২৫, মনির ৬*, রুবেল ১*; তাইজুল ৩/৫৩, বিপুল ২/৪৩, শুভাশিস ১/৫৬, এনামুল ০/৪৩, আমিনুল ০/১৫, অনিক ২/৪৭)
মোহামেডান স্পোর্টিং ক্লাব: ৪৮.৫ ওভারে ২৬০/৭ (জনি ১৫, রনি ৬০, শামসুর ০, ইরফান ১২, রকিবুল ৬৪, আমিনুল ২৫, বিপুল ৯, এনামুল ৩২*, তাইজুল ৩৫*; ইউসুফ ১/৪৪, নাহিদুল ০/৪৪, রুবেল ২/৪১, মনির ১/৪৪, দেলোয়ার ২/৪৯, আরিফুল ১/৩৭)
ফল: মোহামেডান স্পোর্টিং ক্লাব ৩ উইকেটে জয়ী
ম্যান অব দ্য ম্যাচ: আল আমিন জুনিয়র