Published : 13 Jan 2019, 06:48 PM
রোববার রাজশাহী কিংসের বিপক্ষে ম্যাচটি জয়ের জন্য শেষ ৩ ওভারে ২১ রান দরকার ছিল রংপুরের। ১৮তম ওভারে মুস্তাফিজুর রহমান দেন মাত্র ৪ রান। ইসুরু উদানার করা পরের ওভারে আসে ৮ রান।
শেষ ওভারে রংপুরের প্রয়োজন ছিল ৯ রান। ৪২ রান নিয়ে এক প্রান্তে ক্রিজে ছিলেন দারুণ খেলতে থাকা রুশো। শেষ ওভারে মুস্তাফিজের প্রথম বলে সিঙ্গেল নেন এই দক্ষিণ আফ্রিকান ব্যাটসম্যান। এরপর অপর প্রান্ত থেকে অসহায় চোখে দেখেন একটু একটু করে দলের পরাজয়ের দিকে এগিয়ে যাওয়া।
ঘরোয়া ক্রিকেটে অনেক লড়াইয়ের পরীক্ষীতি যোদ্ধা ফরহাদ রেজার ওপর ভলসা রেখে তাকে ব্যাটিংয়ে পাঠিয়েছিল রংপুর। কিন্তু এ দিনই তিনিই ডোবালেন দলকে। মুস্তাফিজের টানা চার ডেলিভারি লাগাতে পারেননি ব্যাটে। রংপুর শেষ পর্যন্ত ম্যাচ হারে ৫ রানে।
ফরহাদের ব্যাট চালানো দেখে অনেকের মনে হতে পারে, তার প্রতি নিদের্শনা ছিল শট খেলার। কিন্ত ম্যাচ শেষে মাশরাফি জানালেন, দল ভরসা রাখছিল ফরহাদের অভিজ্ঞতায়।
“খুব সিম্পল ইনস্ট্রাকশন ছিল। ফরহাদ রেজা যথেষ্ট অভিজ্ঞ। ওখানে কি করতে হবে, এতটুকু বোঝার কথা। এখানে সিঙ্গেল নিয়ে যতটা সম্ভব রুশোকে স্ট্রাইক দেওয়া উচিত ছিল।”
“রুশো যেহেতু ছিল, আমাদের আশা ছিল। একটা বলে ওর ব্যাটে ঠিক জায়গায় লেগে টাইমিং হলেই চলত। ম্যাচ বের হয়ে যেত। ম্যাচ এমন পজিশনে ছিল যে মাত্র একটি বল পক্ষে এলেই হয়ে যেত। চারটি ডট বলের জন্য অনেক মূল্য দিতে হয়েছে আমাদের। স্ট্রাইক রোটেট করলে আমাদের জন্য সহজ হতো।”
ঢাকা পর্বের পাঁচ ম্যাচে বর্তমান চ্যাম্পিয়নরা হারল তিন ম্যাচেই।