Published : 23 Apr 2019, 05:50 PM
ঢাকা প্রিমিয়ার লিগে সুপার লিগ পর্বের পঞ্চম ও শেষ রাউন্ডে ৮৮ রানে জিতেছে নাঈম ইসলামের দল। ৩২৭ রান তাড়ায় ৪২ ওভার ১ বলে ২৩৯ রানে থেমে যায় প্রাইম ব্যাংক।
মিরপুর শের-ই-বাংলা জাতীয় ক্রিকেট স্টেডিয়ামে মঙ্গলবার টস হেরে ব্যাট করতে নেমে মেহেদী মারুফের সঙ্গে ১২৯ রানের জুটিতে দলকে ভালো শুরু এনে দেন মোহাম্মদ নাঈম। বিপজ্জনক হয়ে ওঠা জুটি ভাঙেন আব্দুর রাজ্জাক। ফিরিয়ে দেন ৪৮ বলে ৫৪ রান করা মারুফকে।
দ্বিতীয় উইকেটে মুমিনুল হকের সঙ্গে ১১৪ রানের আরেকটি ভালো জুটি উপহার দেন মোহাম্মদ নাঈম। পঞ্চাশ ছোঁয়ার পরপর ফিরে যান মুমিনুলও। ৫৯ বলে বাঁহাতি এই টপ অর্ডার ব্যাটসম্যানের ৫২ রানের ইনিংস খেলা তিন চার ও এক ছক্কায়।
ক্যারিয়ারে তৃতীয় সেঞ্চুরির দেখা পাওয়া মোহাম্মদ নাঈম করেন ১৩৬ রান, ছাড়িয়ে যান আগের সেরা অপরাজিত ১২৩। বাঁহাতি এই ওপেনারের ১৩০ বলের ইনিংসটি গড়া ১৯ চারে। শেষের দিকে ঝড় তোলেন জাকের আলী ও মুক্তার আলী। ৩৬ বলে বাউন্ডারিবিহীন অপরাজিত ২৪ রানের ইনিংস খেলেন অধিনায়ক নাঈম ইসলাম।
৮১৪ রান করে টুর্নামেন্টের সর্বোচ্চ রান সংগ্রাহক প্রাইম দোলেশ্বরের ওপেনার সাইফ হাসান। ৮০৭ রান নিয়ে তার ঠিক পেছনে থেকে শেষ করলেন মোহাম্মদ নাঈম।
বড় লক্ষ্য তাড়ায় ৬২ রানের উদ্বোধনী জুটিতে ভালো শুরু করে প্রাইম ব্যাংক। পাঁচ চারে ২৬ রান করা এনামুল হককে দারুণ এক ডেলিভারিতে ফিরিয়ে শুরুর জুটি ভাঙেন শহীদ। বাঁহাতি স্পিনার নাবিল সামাদ ফিরিয়ে দেন অন্য ওপেনার রুবেল মিয়া ও সালমান হোসেনকে।
দুই অঙ্ক ছুঁয়েই ফিরেন জাকির হাসান। আরিফুল হক, অলক কাপালী পারেননি ভালো শুরুটা বড় করতে। শেষের দিকে লোয়ার অর্ডার ব্যাটসম্যানদের নিয়ে ব্যবধান কিছুটা কমান নাহিদুল ইসলাম। ৫৭ বলে তিন ছক্কা ও আট চারে ৭৪ রান করা এই অলরাউন্ডারকে বিদায় করেন শহীদ।
২২ রানে ৪ উইকেট নিয়ে রূপগঞ্জের সেরা বোলার শহীদ। দুটি করে উইকেট নেন নাবিল ও মুক্তার।
১৬ ম্যাচে ২৬ পয়েন্ট নিয়ে রানার্সআপ হয়ে টুর্নামেন্ট শেষ করল রূপগঞ্জ (০.৫১৭)। রান রেটে তাদের চেয়ে এগিয়ে শিরোপা জিতে নেয় আবাহনী (০.৮৬৬)। ১৬ পয়েন্ট নিয়ে পঞ্চম স্থানে থেকে লিগ শেষ করল প্রাইম ব্যাংক।
সংক্ষিপ্ত স্কোর:
লেজেন্ডস অব রূপগঞ্জ: ৫০ ওভারে ৩২৭/৪ (মারুফ ৫৪, মোহাম্মদ নাঈম ১৩৬, মুমিনুল ৫২, নাঈম ২৪*, জাকের ২৭, মুক্তার ২২*; মোহর ১/৫৩, ইমরান ০/৫৬, আরিফুল ০/২৯, নাহিদুল ১/৫২, রাজ্জাক ১/৫৮, নাঈম ১/৫৩, কাপালী ০/২৫)
প্রাইম ব্যাংক ক্রিকেট ক্লাব: ৪২.১ ওভারে ২৩৯ (রুবেল ৩৭, এনামুল ২৬, সালমান ৭, জাকির ১১, আরিফুল ৩৩, কাপালী ২১, নাহিদুল ৭৪, নাঈম ১৫, রাজ্জাক ০, মোহর ০*, ইমরান ৬; শুভাশিস ০/৫৭, নাবিল ২/৪১, শহীদ ৪/২২, আসিফ ০/২৬, মুক্তার ২/৬২, নাঈম ১/৩০)
ফল: লেজেন্ডস অব রূপগঞ্জ ৮৮ রানে জয়ী
ম্যান অব দা ম্যাচ: মোহাম্মদ নাঈম