Published : 09 Feb 2020, 07:13 PM
বাংলাদেশের বিপক্ষে রাওয়ালপিন্ডি টেস্টের তৃতীয় দিনে রোববার এই কীর্তি গড়েন ১৬ বছর ৩৫৯ দিন বয়সী নাসিম। টানা তিন বলে আউট করেন নাজমুল হোসেন শান্ত, তাইজুল ইসলাম ও মাহমুদউল্লাহ রিয়াদকে।
২০০৩ সালে পাকিস্তানের বিপক্ষে ১৯ বছর বয়সে হ্যাটট্রিক করেছিলেন কাপালী।
চতুর্থ পাকিস্তানি বোলার হিসেবে টেস্টে হ্যাটট্রিক করলেন নাসিম। এর আগে দুইবার এই কীর্তি গড়েন কিংবদন্তি পেসার ওয়াসিম আকরাম, একবার করে করেন আব্দুল রাজ্জাক ও মোহাম্মাদ সামি।
দ্বিতীয় ইনিংসে অধিনায়ক মুমিনুল হকের সঙ্গে শান্তর জুটিতে দিন শেষ করার অপেক্ষায় ছিল বাংলাদেশ। তখন আসে নাসিমের আঘাত।
৪১তম ওভারের চতুর্থ বলে পা বাড়িয়ে ডিফেন্স করতে চেয়েছিলেন শান্ত। আম্পায়ার জোরালো আবেদনে সাড়া না দিলে রিভিউ নেয় পাকিস্তান। বল ট্র্যাকিংয়ে দেখা যায়, অফ স্টাম্পের বাইরে পড়ে বল আঘাত হানতো লেগ স্টাম্পে। পাল্টায় আম্পায়ারের সিদ্ধান্ত। ৮৭ বলে ৩৮ রান করে ফিরে যান বাঁহাতি ব্যাটসম্যান।
পরের বলে দারুণ এক ইয়র্কারে এলবিডব্লিউ হয়ে যান নাইটওয়াচম্যান তাইজুল। ওভারের শেষ বলে অফ স্টাম্পের অনেকটা বাইরের বলে খোঁচা মেরে স্লিপে ধরা পড়েন মাহমুদউল্লাহ। সতীর্থদের সাথে উল্লাসে মাতেন নাসিম।
দ্বিতীয় ইনিংসে বাংলাদেশের সংগ্রহ ৬ উইকেটে ১২৬। ইনিংস হার এড়াতে সফরকারীদের করতে হবে আরও ৮৬ রান।