Published : 30 Mar 2020, 05:34 PM
ঘরের মাঠে কেবলই টি-টোয়েন্টি বিশ্বকাপ জিতেছে অস্ট্রেলিয়ার মেয়েরা। বিশ্বকাপ পরবর্তী অবসর সময় কাটানোর বিভিন্ন পরিকল্পনা করে রেখেছিলেন ল্যানিং। তবে ছিল না লেখাপড়ার পরিকল্পনা।
করোনাভাইরাস পাল্টে দিয়েছে পুরো প্রেক্ষাপট। ঘরবন্দি থাকতে হচ্ছে ল্যানিংকে। অবসর এই সময়ে নিজের লেভেল থ্রি কোচিং শেষ না করার কোনো কারণ দেখছেন না ২৮ বছর বয়সী এই ক্রিকেটার।
এরপর ব্যবসায় শিক্ষা অথবা স্পোর্টস ম্যানেজমেন্টের ওপর বিশ্ববিদ্যালয় ডিগ্রি নিতেও আগ্রহী ল্যানিং।
“কিছু করতে পারছি না বলে ভুগছি…কোচিং কোর্স শেষ করতে পারলে এটা আমাকে কিছুটা স্থির হতে সাহায্য করবে।”