Published : 18 Sep 2020, 09:36 PM
গত বছর জুলাইয়ে নিউ জিল্যান্ডের বিপক্ষে বিশ্বকাপ সেমি-ফাইনালে সবশেষ খেলেন ধোনি। গত মাসে আন্তর্জাতিক ক্রিকেট থেকে অবসর নেওয়ায় সেটাই হয়ে থাকছে দেশের হয়ে এই কিপার-ব্যাটসম্যানের শেষ ম্যাচ।
আইপিএলের উদ্বোধনী ম্যাচ দিয়ে মাঠে ফিরতে যাচ্ছেন ধোনি। শনিবারের ম্যাচে তাদের প্রতিপক্ষ টুর্নামেন্টের সফলতম দল মুম্বাই ইন্ডিয়ান্স। ম্যাচের আগের দিন চেন্নাইয়ের অফিসিয়াল ওয়েবসাইটে ফ্লেমিং জানান, লম্বা বিরতি ধোনির মতো অভিজ্ঞ ক্রিকেটারদের জন্য আশীর্বাদ হয়ে আসে।
“ধোনির প্রশিক্ষণ পদ্ধতি আলাদা কিছু নয়। সে সম্পূর্ণ ফিট এবং মানসিকভাবে দারুণ উদ্দীপ্ত ও দৃঢ়প্রতিজ্ঞ। আমাদের দলে থাকা অভিজ্ঞ ও বয়স্ক খেলোয়াড়দের জন্য কিছু কিছু ক্ষেত্রে এমন বিরতি কাজে দেয়। ধোনি সতেজ ও খেলতে প্রস্তুত।”