Published : 02 Feb 2022, 10:05 PM
এক বিবৃতিতে বুধবার বিষয়টি জানিয়েছে শ্রীলঙ্কা ক্রিকেট (এসএলসি)।
২০০৯ সালের ডিসেম্বরে ভারতের বিপক্ষে ওয়ানডে দিয়ে জাতীয় দলে অভিষেক হয় লাকমলের। ১১ মাস পর টেস্টে এবং তার পরের বছর টি-টোয়েন্টিতে পা রাখেন তিনি। ৬৮ টেস্ট, ৮৬ ওয়ানডে ও ১১টি টি-টোয়েন্টি খেলা লাকমল সব মিলিয়ে উইকেট নিয়েছেন ২৮৫টি।
লাকমল নিজের সর্বোচ্চ সাফল্য পেয়েছেন মূলত টেস্ট ক্রিকেটে। দেশের স্পিন সহায়ক উইকেটে নিজেকে মেলে ধরার তেমন সুযোগ না পেলেও সবসময় নিজের সেরাটাই দিয়েছেন দলের জন্য। বেশ কিছু টেস্টে খেলেছেন দলের একমাত্র পেসার হিসেবে। শুরুতেই ব্রেকথ্রু এনে দিয়ে স্পিনারদের জন্য কাজটা সহজ করে দেওয়ার দায়িত্বটা সামলেছেন বেশ ভালোভাবেই।
বোলার লাকমল লাল বলের ক্রিকেটে নিজের জাতটা চিনিয়েছেন মূলত দেশের বাইরে। টানা লাইন-লেন্থ বজায় রেখে বোলিং করে যাওয়ার দক্ষতা দিয়ে প্রতিপক্ষকে ভুগিয়েছেন বেশ। তার ১৬৮ টেস্ট উইকেটের ১৩০টিই দেশের বাইরে পাওয়াটা তারই সাক্ষ্য দেয়।
৩৪ বছর বয়সী এই পেসার ইনিংসে পাঁচ উইকেট শিকার করেছেন চারবার। সবকটিই এসেছে বিদেশের মাটিতে; অস্ট্রেলিয়া, দক্ষিণ আফ্রিকা, নিউ জিল্যান্ড ও ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষে।
বয়স বাড়ার সঙ্গে সঙ্গে টেস্ট ক্রিকেটে ধারটাও যেন বাড়ছিল লাকমলের। ২০১৮ সাল থেকে এই সংস্করণে দারুণ ধারাবাহিকতায় ২৪.৭৩ গড়ে নিয়েছেন ৭২ উইকেট।
মাঝে দলকে নেতৃত্ব দেওয়ার অভিজ্ঞতাও হয়েছে তার। ২০১৮ সালে বল টেম্পারিংয়ের জন্য দিনেশ চান্দিমাল নিষিদ্ধ হলে টেস্ট দলের অধিনায়কত্ব পান লাকমল। অধিনায়ক হিসেবে তিনি প্রথম ম্যাচেই জয়ের দেখা পান, ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষে। লাকমলের নেতৃত্বে পাঁচ ম্যাচে শ্রীলঙ্কার জয় তিনটি।
আগামী ২৫ ফেব্রুয়ারি বেঙ্গালুরুতে শুরু হবে ভারত ও শ্রীলঙ্কার দুই ম্যাচের টেস্ট সিরিজ। এরপর আগামী ১৩ মার্চ থেকে তিন ম্যাচের টি-টোয়েন্টি সিরিজে মুখোমুখি হবে দুই দল।