Published : 13 Jul 2022, 07:41 PM
গায়ানার প্রভিডেন্স স্টেডিয়ামে বুধবার বাংলাদেশ সময় সন্ধ্যা সাড়ে সাতটায় শুরু হয়েছে ম্যাচ।
প্রথম ম্যাচে ৬ উইকেটে জিতে সিরিজে এগিয়ে আছে বাংলাদেশ। ক্যারিবিয়ানদের বিপক্ষে টানা দশম জয়ে নিশ্চিত করতে চায় আরেকটি সিরিজ।
টসের সময় তামিম বলেন, "আগের ম্যাচের চেয়ে এই উইকেট ভালো মনে হচ্ছে। গায়ানায় ঠিক কী হতে পারে অনুমান করা কঠিন। আগে ব্যাট করলে বোঝা কঠিন, কত রান এখানে ভালো পুঁজি। তবে রান তাড়া করলে, অনুমান করা যেতে পারে কী হতে পারে এবং কীভাবে খেলতে পারি।"
বাংলাদেশ দলে এসেছে একটি পরিবর্তন। গতিময় পেসার তাসকিন আহমেদের জায়গায় অফ স্পিনিং অলরাউন্ডার মোসাদ্দেক হোসেনকে দলে এনেছে সফরকারীরা। তামিম জানান, তাদের জন্য খুব কঠিন ছিল এই সিদ্ধান্ত নেওয়া।
“আমরা সবসময়ই তিন পেসার নিয়ে খেলে আসছি। ওরা আমাদের ম্যাচ জেতায়। লম্বা সময় পর আমরা দুই পেসার নিয়ে খেলছি। যদি স্পিন করে তো ভালো। যদি না করে আমাদের নিশ্চিত করতে হবে, সহজ রান দিচ্ছি না। তাসকিনের বাদ পড়াটা খুব দুর্ভাগ্যজনক। তবে কন্ডিশনের জন্য আমাদের একজন অলরাউন্ডার খেলাতে হচ্ছে।”
দুটি পরিবর্তন এসেছে ওয়েস্ট ইন্ডিজ দলে। ফিরেছেন আলজারি জোসেফ ও কিমো পল। বাদ পড়েছেন জেডেন সিলস ও অ্যান্ডারসন ফিলিপ।
ওয়েস্ট ইন্ডিজ একাদশ: শেই হোপ, কাইল মেয়ার্স, শামার ব্রুকস, ব্র্যান্ডন কিং, নিকোলাস পুরান (অধিনায়ক), রভম্যান পাওয়েল, আকিল হোসেন, রোমারিও শেফার্ড, গুডাকেশ মোটি, কিমো পল, আলজারি জোসেফ।
বাংলাদেশ একাদশ: তামিম ইকবাল (অধিনায়ক), লিটন কুমার দাস, নাজমুল হোসেন শান্ত, মাহমুদউল্লাহ, আফিফ হোসেন, নুরুল হাসান সোহান, মেহেদী হাসান মিরাজ, নাসুম আহমেদ, মোসাদ্দেক হোসেন, শরিফুল ইসলাম, মুস্তাফিজুর রহমান।