Published : 16 May 2025, 01:54 PM
দিল্লি ক্যাপিটালসের প্লেঅফ খেলার সম্ভাবনায় বড় ধাক্কা লাগল। আইপিএল স্থগিত হওয়ার পর অস্ট্রেলিয়ায় ফিরে যাওয়া মিচেল স্টার্ক আর ফিরছেন না এই টুর্নামেন্টে। বোলিং আক্রমণের মূল অস্ত্রকেই তাই হারাল দলটি। ১৪ উইকেট নিয়ে এখনও পর্যন্ত এই আসরে দলের সর্বোচ্চ উইকেট শিকারি বাঁহাতি এই ফাস্ট বোলার।
ভারত-পাকিস্তান যুদ্ধে জের ধরে গত শুক্রবার স্থগিত হয়ে গিয়েছিল আইপিএল। ভারতের ফ্র্যাঞ্চাইজি আসরটি আবার শুরু হচ্ছে শনিবার।
দিল্লির অস্ট্রেলিয়ান ব্যাটসম্যান জেইক ফ্রেজার-ম্যাকগার্ক আগেই নিশ্চিত করেছেন তার না ফেরা। তরুণ এই ব্যাটসম্যানের জায়গায় বাংলাদেশের মুস্তাফিজুর রহমানকে নিয়েছে দলটি। ২ কোটি ভিত্তিমূল্যের বাঁহাতি পেসারকে মরিয়া হয়ে ৬ কোটি রুপিতে দলে নেওয়ায় আভাস পাওয়া গিয়েছিল, স্টার্ক হয়তো ফিরবেন না। সেটিই সত্যি হলো।
আইপিএলে ফিরে না যাওয়ায় এখন টেস্ট চ্যাম্পিয়নশিপের ফাইনালের প্রস্তুতির জন্য বাড়তি সময় পাবেন স্টার্ক। তবে ১১ কোটি ৭৫ লাখ রুপি পারিশ্রমিকের উল্লেখযোগ্য অংশ তিনি হারাবেন।
অস্ট্রেলিয়ার সব ক্রিকেটার অবশ্য স্টার্ক, ফ্রেজার-ম্যাকর্গাককে অনুসরণ করছেন না। পয়েন্ট তালিকার নিচের দিকে থেকে সানরাইজার্স হায়দরাবাদের বিদায় নিশ্চিত হয়ে গেলেও নিয়ম রক্ষার শেষ তিন ম্যাচের জন্য ফিরছেন অধিনায়ক প্যাট কামিন্স ও ওপেনার ট্রাভিস হেড। টেস্ট চ্যাম্পিয়নশিপের ফাইনালে অস্ট্রেলিয়াকে নেতৃত্ব দেবেন কামিন্স, খেলবেন হেড।
অস্ট্রেলিয়ার আরেক তারকা জশ হেইজেলউডের ফেরা অবশ্য নিশ্চিত নয়। কাঁধের হালকা চোটের কারণে এমনিতেই গত ২৭ এপ্রিলের পর আর খেলতে পারেননি এই পেসার। চোটের অবস্থা বুঝে তিনি ফেরার সিদ্ধান্ত নেবেন। ১১ জুন থেকে টেস্ট চ্যাম্পিয়নশিপের ফাইনাল। এর আগে খুব একটা ঝুঁকি তার নেওয়ার কথা নয়।
লাক্ষ্নৌ সুপার জায়ান্টসের প্লেঅফ খেলার সম্ভাবনা কমই। তবু দলের সঙ্গে যোগ দিতে ফিরছেন মিচেল মার্শ। আরেক অস্ট্রেলিয়ান ক্রিকেটার জশ ইংলিস ফেরা নিয়ে আলোচনা করছেন তার দল পাঞ্জাব কিংসের সঙ্গে। টেস্ট চ্যাম্পিয়নশিপের অস্ট্রেলিয়া দলে আছেন এই কিপার-ব্যাটসম্যান।
দক্ষিণ আফ্রিকার ট্রিস্টান স্টাবস ফিরছেন দিল্লির হয়ে খেলতে। তবে প্রাথমিক পর্বের বাকি থাকা ম্যাচগুলিই কেবর খেলতে পারবেন তিনি। টেস্ট চ্যাম্পিয়নশিপের ফাইনালের দলে থাকা প্রোটিয়া ক্রিকেটারদের ২৭ মে-র মধ্যেই ফিরতে হবে দেশে। ভারতীয় বোর্ডের সঙ্গে আলোচনা করে এটি চূড়ান্ত করেছে দক্ষিণ আফ্রিকার বোর্ড।
স্টাবসের মতো গুজরাট টাইটান্সের কাগিসো রাবাদা, লাক্ষ্নৌ সুপার জায়ান্টসের এইডেন মার্করাম, পাঞ্জাব কিংসের মার্কো ইয়ানসেন, রয়্যাল চ্যালেঞ্জার্স বেঙ্গালুরুর লুঙ্গি এনগিডি, সানরাইজার্স হায়দরাবাদের ভিয়ান মুল্ডার এবং মুম্বাই ইন্ডিয়ান্সের রায়ান রিকেলটন ও কর্বিন বশ প্রাথমিক পর্ব শেষ হতেই আইপিএল ছেড়ে যাবেন।
দক্ষিণ আফ্রিকার সাবেক অধিনায়ক ফাফ দু প্লেসির সেই বাধ্যবাধকতা নেই। তবে তার দিল্লি ক্যাপিটালসে ফেরা নিশ্চিত নয় এখনও।
মুম্বাই ইন্ডিয়ান্সের ইংলিশ অলরাউন্ডার উইল জ্যাকস ভারতে ফিরলেও প্লেঅফের আগেই তা দেশে ফিরে যোগ দিতে হবে জাতীয় দলে। প্লেঅফের জন্য তাই জ্যাকস ও রিকেলটনের বদলি হিসেবে জনি বেয়ারস্টো ও পেসার রিচার্ড গ্লিসনকে দলে নিয়েছে মুম্বাই।
বদলি হিসেবে এভাবেই বিভিন্ন দলে যোগ দিয়েছেন বেশ কজন ক্রিকেটার। সামনের কদিনে সেই তালিকায় যুক্ত হতে পারেন আরও কজন।