আইপিএল
Published : 07 May 2025, 06:36 PM
গুজরাট টাইটান্সের বিপক্ষে হারের পর আরেকটি দুঃসংবাদ পেলেন হার্দিক পান্ডিয়া। মন্থর ওভার রেটের কারণে আরও একবার জরিমানা গুনতে হচ্ছে মুম্বাই ইন্ডিয়ান্সের অধিনায়ককে।
ওয়াংখেড়েতে মঙ্গলবার বৃষ্টিবিঘ্নিত ম্যাচে ডাকওয়ার্থ-লুইস ও স্টার্ন পদ্ধতিতে মুম্বাইকে ৩ উইকেটে হারায় গুজরাট। ওই ম্যাচে ওভার-রেটে পিছিয়ে থাকায় পান্ডিয়াকে ২৪ লাখ রুপি জরিমানা করা হয়েছে।
শুধু তাই নয়, ম্যাচটিতে খেলা মুম্বাইয়ের প্রত্যেক ক্রিকেটারকে (ইম্প্যাক্ট প্লেয়ারসহ) ৬ লাখ রুপি কিংবা ম্যাচ ফির ২৫ শতাংশ করে জরিমানা করা হয়েছে।
চলতি আইপিএলে দ্বিতীয়বারের মতো মন্থর ওভার-রেটের কারণে শাস্তি পেলেন পান্ডিয়া। প্রথমবারও তিনি শাস্তি পেয়েছিলেন গুজরাটের বিপক্ষে ম্যাচেই। তখন তাকে ১২ লাখ রুপি জরিমানা করা হয়েছিল।
আইপিএল আচরণবিধির অনুযায়ী, মৌসুমে প্রথমবার ওভার-রেটে পিছিয়ে থাকলে ১২ লাখ রুপি জরিমানা করা হয় অধিনায়ককে। এরপর বাড়তে থাকে শাস্তি। দ্বিতীয়বার থেকে অধিনায়কের সঙ্গে দলের অন্যদেরও দেওয়া হয় অর্থদণ্ড।
মুম্বাইয়ে এদিন শেষ ওভারের রোমাঞ্চে ম্যাচটি শেষ বলে গিয়ে জেতে গুজরাট। আগে ব্যাটিং করে ১৫৫ রান তোলে স্বাগতিকরা। পরে গুজরাটের ইনিংসের মাঝে বৃষ্টি নামলে তাদের সামনে লক্ষ্য দাঁড়ায় ১৯ ওভারে ১৪৭।
আইপিএলের আচরণবিধির ২.২০ ধারা ভাঙায় শাস্তি পেতে হয়েছে গুজরাটের প্রধান কোচ আশিস নেহরাকেও। যে ধারায় বলা হয়েছে ‘ক্রিকেট চেতনার পরিপন্থি’ কাজ করার কথা। আইপিএল কর্তৃপক্ষ নেহরার অপরাধ নিয়ে স্পষ্ট করে কিছু বলেনি।
ম্যাচ ফির ২৫ শতাংশ জরিমানা করা হয়েছে ভারতের সাবেক এই পেসারকে। সঙ্গে তার নামের পাশে যুক্ত হয়েছে একটি ডিমেরিট পয়েন্টও।
এর আগে আচরণবিধি ভাঙায় একই শাস্তি পেয়েছিলেন দিল্লি ক্যাপিটালসের বোলিং কোচ মুনাফ প্যাটেল।
এবারের আইপিএলে মন্থর ওভার রেটের কারণে শাস্তি পাওয়া অন্য অধিনায়করা হলেন- রিশাভ পান্ত, শুবমান গিল, আকসার প্যাটেল, সাঞ্জু স্যামসন, রাজাত পাতিদার ও রিয়ান পারাগ।