আইপিএল
Published : 21 May 2025, 06:42 PM
একেকটি ম্যাচ যাচ্ছে আর মাহেন্দ্র সিং ধোনির ব্যাটিং নিয়ে উচ্চকিত হচ্ছে প্রশ্ন। এবারের আইপিএলে দলে যে তেমন ভুমিকাই রাখতে পারছেন না তিনি। তাই নিজের ‘অপারগতা’ স্বীকার করে তাকে খেলা ছাড়তে বলেছেন ভারতের বিশ্বকাপ জয়ী সাবেক ওপেনার ও সাবেক প্রধান নির্বাচক কৃষ্ণামাচারি শ্রীকান্ত।
আইপিএলের চলতি আসরে চেন্নাই সুপার কিংসকে হতাশই করে যাচ্ছেন ধোনি। তার কাছ থেকে দলের যে চাওয়া, সেটা একেবারেই পূরণ করতে পারছেন না তিনি। পরিস্থিতির দাবি মেটাতে বেশিরভাগ ম্যাচেই হয়েছেন ব্যর্থ।
আসরে এখন পর্যন্ত ১৩ ইনিংসে ১৯৬ রান করেছেন ধোনি ২৪.৫০ গড়ে। তার সর্বোচ্চ ইনিংসটি ৩০ রানের। স্ট্রাইক রেট (১৩৫.১৭) খারাপ নয়, কিন্তু যে পজিশন ও পরিস্থিতিতে ব্যাট করেন তিনি, সেটির জন্য এই স্ট্রাইক রেট যথেষ্টও নয়।
রাজস্থান রয়্যালসের বিপক্ষে মঙ্গলবারের ম্যাচেই যেমন ধোনি যখন ক্রিজে যান, বাকি ছিল ছয় ওভারের একটু বেশি। নিজের সেরা সময়ে থাকলে শেষ ওভারগুলোকে দারুণভাবে কাজে লাগিয়ে দলকে বড় সংগ্রহ এনে দিতেন ধোনি। কিন্তু এখন যে তিনি আগের ধোনি নেই!
দিল্লিতে এদিন প্রথম ৬ বলে ৫ রান করা ধোনি সপ্তম বলে একটি ছক্কা মারেন। কিন্তু এরপর ফের খোলসে ঢুকে পড়েন। শেষ ওভারে যখন আউট হন তিনি, তার নামের পাশে রান ১৭ বলে ১৬।
আগেই আইপিএল থেকে বিদায় নিশ্চিত হয়ে যাওয়া চেন্নাই এদিনও জিততে পারেনি। বৈভাব সুরিয়াভানশির বিধ্বংসী ফিফটি ও বাকিদের অবদানে প্রতিপক্ষের ১৮৭ রান ৬ উইকেট ও ১৭ বল বাকি থাকতেই টপকে যায় রাজস্থান।
আন্তর্জাতিক ক্রিকেটকে অনেক আগেই বিদায় বল ধোনি এখন খেলছেন কেবল আইপিএল। কয়েক বছর ধরে চলছে তার পেশাদার ক্রিকেট থেকে অবসর নিয়ে আলোচনা। কিন্তু সবাইকে অবাক করে দিয়ে আইপিএলের প্রতি আসরেই ফিরছেন তিনি।
৪৪ বছর ছুঁইছুঁই ধোনির এবার থামা উচিত বলে মনে করছেন শ্রীকান্ত। ভারতের ১৯৮৩ বিশ্বকাপ জয়ী দলের সদস্য নিজের ইউটিউব চ্যানেলে বলেন, বয়সের ভার চেপে ধরেছে ধোনিকে। তার ফিটনেস ও পারফরম্যান্সে তা স্পষ্ট।
“ধোনির বয়স বাড়ছে, তার থেকে বেশি কিছু আশা করতে পারেন না। একই সঙ্গে, বারবার সে নিজেও সবকিছু নষ্ট করে দিতে পারে না। যদি নিজের কাজ করতে না পারো, বলে দাও যে পারছো না এবং সরে দাঁড়াও। এই সিদ্ধান্ত কেবল ধোনিই নিতে পারে। সে খেলা চালিয়ে যাবে কি-না, আর যদি চালিয়ে যায়, কোন ভূমিকায়; অধিনায়ক, কিপার নাকি ফিনিশার?”
“সত্যি বলতে, তার রিফ্লেক্স কমে গেছে। তার হাঁটু সম্ভবত দুর্বল হয়ে পড়েছে, তার ফিটনেস, রিফ্লেক্সের মান সবকিছুই পড়ে গেছে। তাছাড়া, তাদের (চেন্নাই সুপার কিংস) টপ অর্ডার ব্যর্থ হচ্ছে।”
ভারতের হয়ে ৪৩ টেস্ট ও ১৪৬ ওয়ানডে খেলা শ্রীকান্তের মতে, এখন স্পিনারদের বিপক্ষে খেলতেও ধুঁকছে ধোনি।
“চেন্নাই সুপার কিংসের এখনকার সমস্যা হলো, ধোনি তার নিজের খেলার পুনরাবৃত্তি করতে পারেনি। স্পিনাররা তাকে বেঁধে রেখেছে। আগে সে স্পিনারদের বল গ্যালারিতে নিয়ে ফেলত। সত্যি বলতে, সে এখন ধুঁকছে।”
আসরে নিজেদের শেষ ম্যাচে আগামী রোববার গুজরাট টাইটান্সের মুখোমুখি চেন্নাই।