Published : 27 Jun 2025, 06:40 PM
নিয়মিতদের নিয়েই বাংলাদেশের বিপক্ষে ওয়ানডে সিরিজের দল সাজিয়েছে শ্রীলঙ্কা। ফিরেছেন ব্যাটসম্যান সাদিরা সামারাউইক্রামা ও বাঁহাতি পেসার দিলশান মাদুশাঙ্কা। ডাক পেয়েছেন এই সংস্করণে অভিষেকের অপেক্ষায় থাকা পেস বোলিং অলরাউন্ডার মিলান রাত্নায়েকে।
ঘরের মাঠে তিন ম্যাচের ওয়ানডে সিরিজের জন্য চারিথ আসালাঙ্কার নেতৃত্বে শুক্রবার ১৬ সদস্যের দল ঘোষণা করেছে শ্রীলঙ্কা ক্রিকেট (এসএলসি)।
শ্রীলঙ্কা সবশেষ ওয়ানডে সিরিজ খেলেছে গত ফেব্রুয়ারিতে অস্ট্রেলিয়ার বিপক্ষে ঘরের মাঠেই। ২-০ ব্যবধানে জেতা ওই সিরিজের দল থেকে এবার বাদ পড়েছেন নুয়ানিদু ফার্নান্দো, লাহিরু কুমারা ও মোহাম্মদ শিরাজ।
বাংলাদেশের বিপক্ষে চলমান টেস্ট সিরিজের প্রথম ম্যাচে ব্যাটে-বলে আলো ছড়ান মিলান রাত্নায়েকে। সাইড স্ট্রেইন চোটে কলম্বোয় দ্বিতীয় টেস্টে খেলতে পারছেন না তিনি।
তাকে ওয়ানডে দলে রাখা হয়েছে ফিটনেস সাপেক্ষে। তবে আগামী বুধবার প্রথম ওয়ানডের আগে তিনি সেরে উঠবেন বলে ধারণা করা হচ্ছে। পাঁচটি টেস্ট খেলা ২৮ বছর বয়সী এই ক্রিকেটার শ্রীলঙ্কার হয়ে এখনও সাদা বলের কোনো সংস্করণেই খেলেননি।
এখন পর্যন্ত ৪৯টি লিস্ট ‘এ’ ম্যাচ খেলে তার উইকেট ৫৫টি। ২৯ ইনিংসে ব্যাট করে একটি ফিফটিতে রান ১৮৯।
সামারাউইক্রামা ও মাদুশাঙ্কা, দুজনই সবশেষ ওয়ানডে খেলেছেন গত নভেম্বরে ঘরের মাঠে নিউ জিল্যান্ডের বিপক্ষে। চোটের কারণে অস্ট্রেলিয়া সিরিজে ছিলেন না মাদুশাঙ্কা। ওই সিরিজে বাদ পড়েছিলেন সামারাউইক্রামা।
এখন পর্যন্ত ৫০ ওয়ানডে খেলা সামারাউইক্রামা সবশেষ লিস্ট ‘এ’ ক্রিকেটে খেলেছেন গত এপ্রিলে শ্রীলঙ্কা ‘এ’ দলের হয়ে। আবু ধাবিতে আয়ারল্যান্ড ও আফগানিস্তান ‘এ’ দলের বিপক্ষে ওই ত্রিদেশীয় সিরিজে ৪ ইনিংসে একটি করে সেঞ্চুরি ও ফিফটিতে তিনি করেন ১৯৭ রান। সেখানে ৪ ইনিংসে ৮ উইকেট শিকার করেন মাদুশাঙ্কা।
ওই সিরিজে ভালো করেন মিলান রাত্নায়েকেও। আইরিশদের বিপক্ষে ফাইনালে ২৪ রানে ৩ উইকেট নেওয়ার পর অপরাজিত ৭৭ রানের ইনিংসে দলকে জিতিয়ে ম্যাচ-সেরা হন তিনি। ৩ ম্যাচে তার শিকার ছিল ৭ উইকেট।
বাংলাদেশ-শ্রীলঙ্কার প্রথম দুই ওয়ানডে হবে কলম্বোর আর প্রেমাদাসা স্টেডিয়ামে। ৫ জুলাই হবে দ্বিতীয়টি। ৮ জুলাই তৃতীয় ম্যাচ হবে পাল্লেকেলেতে।
এই সিরিজ দিয়ে বাংলাদেশের ওয়ানডে অধিনায়ক হিসেবে যাত্রা করবেন মেহেদী হাসান মিরাজ।
শ্রীলঙ্কা ওয়ানডে দল: চারিথ আসালাঙ্কা (অধিনায়ক), পাথুম নিসাঙ্কা, আভিশকা ফার্নান্দো, নিশান মাদুশকা, কুসাল মেন্ডিস, সাদিরা সামারাউইক্রামা, কামিন্দু মেন্ডিস, জানিথ লিয়ানাগে, দুনিথ ওয়েলালাগে, ওয়ানিন্দু হাসারাঙ্গা, মাহিশ থিকশানা, জেফ্রি ভ্যান্ডারসে, মিলান রাত্নায়েকে (ফিটনেস সাপেক্ষে), দিলশান মাদুশাঙ্কা, আসিথা ফার্নান্দো, ইশান মালিঙ্গা।