আইপিএল
Published : 30 Apr 2025, 08:10 PM
অনেক আগেই আন্তর্জাতিক ক্রিকেটকে বিদায় বলা মাহেন্দ্র সিং ধোনি এখন খেলছেন কেবল আইপিএলে। তার এই অধ্যায়েরও ইতি টানার সময় হয়ে গেছে বলে মনে করছেন অ্যাডাম গিলক্রিস্ট। ভারতের ফ্র্যাঞ্চাইজি লিগের পরের আসরে ধোনিকে খেলোয়াড় হিসেবে আর দেখতে চান না অস্ট্রেলিয়ান গ্রেট।
আইপিএলের শুরুর আসর ২০০৮ সাল থেকে খেলছেন ধোনি। মাঝে দুই আসর ছাড়া বাকি সময় এই কিপার-ব্যাটসম্যান প্রতিনিধিত্ব করে আসছেন চেন্নাই সুপার কিংসের। ২০১৬-১৭ আসরে চেন্নাইকে নিষিদ্ধ করা হলে সে সময় তিনি খেলেন রাইজিং পুনে সুপারজায়ান্টসের হয়ে।
চেন্নাইয়ের হয়ে রেকর্ড পাঁচটি শিরোপা জিতেছেন ধোনি। এছাড়া ভারতের জার্সিতে পেয়েছেন ওয়ানডে, টি-টোয়েন্টি বিশ্বকাপ ও চ্যাম্পিয়ন্স ট্রফি জয়ের স্বাদ। গিলক্রিস্টের মতে, ক্রিকেটের আঙিনায় ধোনির অর্জনের আর কিছু বাকি নেই।
ধোনির অবসর নিয়ে আলোচনা চলছে গত কয়েক বছর ধরেই। চলতি আসরেও তার খেলা নিয়ে জাগে শঙ্কা। পরে ‘আনক্যাপড ক্রিকেটার’ হিসেবে তাকে ধরে রাখে চেন্নাই। মাঝপথে তাদের নিয়মিত অধিনায়ক রুতুরাজ গায়কোয়াড় চোটে ছিটকে গেলে ধোনির কাঁধে নেতৃত্বভারও দেয় ফ্র্যাঞ্চাইজিটি।
কিন্তু ধোনির নেতৃত্বেও এবার ভালো কিছু করতে পারছে না চেন্নাই। ৯ ম্যাচ স্রেফ দুটি জেতা দলটি পয়েন্ট টেবিলে আছে তলানিতে। প্লে-অফে তাদের খেলার সম্ভাবনা নেই বললেই চলে।
চেন্নাইয়ের এমন ভরাডুবি নিয়ে চর্চা কম হচ্ছে না। সবচেয়ে বেশি আলোচনা হচ্ছে তাদের দল সাজানো নিয়ে। আগামী আইপিএলে কীভাবে দল গোছানো উচিত চেন্নাইয়ের, ক্রিকবাজের অনুষ্ঠানে বিশ্লেষণ করেন গিলক্রিস্ট।
চেন্নাইয়ের এখনকার প্রতিটি খেলোয়াড় ধরে নিজের ভাবনা তুলে ধরেন এই অস্ট্রেলিয়ান। সেখানেই ৪৩ বছর বয়সী ধোনির বিদায় বলা উচিত বলেন তিনি।
“অনেক বড় এক নাম, মাহেন্দ্র সিং ধোনি। ক্রিকেটে কারো কাছেই তার আর প্রমাণ করার কিছু নেই। এই খেলায় যা কিছু আছে, সবই সে অর্জন করেছে। এমএস...সে আসলে কী করতে চায় সে-ই সেটা জানে, কিন্তু আমি বলছি, ভবিষ্যতের কথা…সম্ভবত আগামী বছর তার সেখানে (আইপিএলে) থাকার দরকার নেই। আমি তোমাকে ভালোবাসি, এমএস। তুমি একজন চ্যাম্পিয়ন, একজন আইকন।”
তবে অবসর নিয়ে ধোনির ভাবনা ভিন্ন। এই মাসের শুরুর দিকে তিনি বলেন, শরীর যতদিন সায় দিবে খেলে যেতে চাওয়ার কথা।