Published : 30 Jun 2025, 10:25 PM
বাংলাদেশের বিপক্ষে গত অক্টোবরে চট্টগ্রাম টেস্টে করেছিলেন অপরাজিত সেঞ্চুরি। তারপর থেকে সাত ইনিংসের মধ্যে প্রথমবার ত্রিশ পেরিয়ে আরেকটি সেঞ্চুরি করলেন ভিয়ান মুল্ডার। তার দুর্দান্ত ইনিংসের সঙ্গে কেশাভ মহারাজের ফিফটিতে জিম্বাবুয়েকে বিশাল লক্ষ্য দিল দক্ষিণ আফ্রিকা।
বুলাওয়ায়োতে প্রথম টেস্টে ৫৩৭ রানের সেই লক্ষ্য তাড়ায় জিম্বাবুয়ে প্রথম ১৮ ওভার নিরাপদে কাটিয়ে দিলেও, দিনের শেষ ওভারে কর্বিন বশের বলে আউট হয়েছেন টাকুদজোয়ানাশে কাইটানো। তৃতীয় দিন শেষে স্বাগতিকদের সংগ্রহ ১ উইকেটে ৩২ রান। এখনও তাদের প্রয়োজন ৫০৫ রান, ম্যাচ বাঁচাতে কাটিয়ে দিতে হবে দুই দিন।
তৃতীয় দিনের সবচেয়ে উজ্জ্বল নাম মুল্ডার। দ্বিতীয় টেস্ট সেঞ্চুরিতে ক্যারিয়ার সেরা ১৩৭ রানের ইনিংস খেলেন তিনি ২০৬ বলে। ১৭ চার ও ২ ছক্কায় গড়া ইনিংসটি।
বাংলাদেশের বিপক্ষে তিনি অপরাজিত ১০৫ রানের ইনিংস খেলছিলেন সাত নম্বরে নেমে। এবার সেঞ্চুরি করলেন তিন নম্বরে।
দ্বিতীয় ইনিংসে দক্ষিণ আফ্রিকা করে ৩৬৯ রান। প্রথম ইনিংসের ১৬৭ রানের লিড মিলিয়ে জিম্বাবুয়েকে পাঁচশ ছাড়ানো লক্ষ্য দেয় তারা।
১ উইকেটে ৪৯ রান নিয়ে সোমবারের খেলা শুরু করে দক্ষিণ আফ্রিকা। আগের দিন ২২ রানে অপরাজিত টনি ডি জর্জি বিদায় নেন আর ৯ রান যোগ করে। ২৫ রান নিয়ে দিন শুরু করা মুল্ডার ও ডেভিড বেডিংহ্যাম আগ্রাসী তৃতীয় উইকেট জুটিতে যোগ করেন ৮৪ বলে ৭২ রান।
এরপর দ্রুত ৩ উইকেট হারায় দক্ষিণ আফ্রিকা। বেডিংহ্যাম ফেরেন ৩৫ রান করে। অভিষেক ইনিংসে রেকর্ড গড়া ১৬৩ রান করা লুয়ান-ড্রে প্রিটোরিয়াস ও ঝড়ো ফিফটি করা ডেওয়াল্ড ব্রেভিসের কেউই এবার দুই অঙ্কে যেতে পারেননি। দুজনকেই বোল্ড করে দেন লেগ স্পিনার ভিনসেন্ট মাসেকেসা।
৫ উইকেটে ১৫৫ থেকে ষষ্ঠ উইকেটে ইনিংস সেরা ১০৪ রানের জুটি গড়েন মুল্ডার ও কাইল ভেরেইনা। ১৪৯ বলে সেঞ্চুরি পূর্ণ করেন মুল্ডার। দেড়শর কাছে গিয়ে ক্যাচ দিয়ে শেষ তার চমৎকার ইনিংসটি।
পরের ওভারে ভেরেইনা ফেরেন ৩৬ রান করে। সেখান থেকে অষ্টম উইকেটে ৯২ রানের জুটিতে দলের স্কোর সাড়ে তিনশ পার করেন বশ ও মহারাজ।
প্রথম ইনিংসে অপরাজিত সেঞ্চুরি করা বশ এবার করেন ৪১ বলে ৩৬ রান। ষষ্ঠ ফিফটির স্বাদ পেয়ে ৭০ বলে ৫১ রান করেন এই সিরিজে দলকে নেতৃত্ব দেওয়া মহারাজ।
৯৮ রানে ৪ উইকেট নিয়ে জিম্বাবুয়ের সফলতম বোলার বাঁহাতি স্পিনার ওয়েলিংটন মাসাকাদজা।
রানের পাহাড় মাথায় নিয়ে দেখেশুনে খেলে এগিয়ে যান কাইটানো ও প্রিন্স মাসভাউরে। কিন্তু দিনের শেষ ওভারে ধৈর্য হারিয়ে ফেলেন কাইটানো (৬২ বলে ১২)। ব্রায়ান বেনেটের কনকাশন বদলি হিসেবে সুযোগ পাওয়া মাসভাউরে ৪৯ বলে ৫ রানে অপরাজিত আছেন।
সংক্ষিপ্ত স্কোর:
দক্ষিণ আফ্রিকা ১ম ইনিংস: ৪১৮/৯ ডিক্লে.
জিম্বাবুয়ে ১ম ইনিংস: ২৫১
দক্ষিণ আফ্রিকা ২য় ইনিংস: (আগের দিন ৪৯/১) ৮২.৫ ওভারে ৩৬৯ (ডি জর্জি ৩১, মুল্ডার ১৪৭, বেডিংহ্যাম, প্রিটোরিয়াস ৪, ব্রেভিস ৩, ভেরেইনা ৩৬, বশ ৩৬, মহারাজ ৫১, ইউসুফ ৮*, মাফাকা ৮; মুজারাবানি ১১.৫-১-৩৮-১, চিভাঙ্গা ১৬-০-৭৬-২, মাসাকাদজা ২২-০-৯৮-৪, মাধেভেরে ১০-১-৩৫-১, মাসেকেসা ২৩-১-১১৭-২)
জিম্বাবুয়ে ২য় ইনিংস: (লক্ষ্য ৫৩৭) ১৮.২ ওভারে ৩২/১ (কাইটানো ১২, মাসভাউরে ৫*; ইউসুফ ৪-১-৫-০, মুল্ডার ৪-২-২-০, মাফাকা ৩-০-৯-০, মহারাজ ৫-২-৬-০, বশ ২.২-১-১-১)