Published : 31 Jan 2025, 01:33 PM
দল ঘোষণার সময় অস্ট্রেলিয়ার নির্বাচকদের শঙ্কা ছিল অধিনায়ক প্যাট কামিন্সকে পাওয়া নিয়ে। সেই সংশয় এখনও কাটেনি। এর আগেই বড় এক ধাক্কা এলো তাদের জন্য। চোটের কারণে চ্যাম্পিয়ন্স ট্রফি থেকে ছিটকে পড়লেন মিচেল মার্শ।
পিঠের নিচের অংশের চোটে ভুগছেন এই অলরাউন্ডার। সুনির্দিষ্ট করে চোটের ধরণ জানায়নি ক্রিকেট অস্ট্রেলিয়া।
সবশেষ বোর্ডার-গাভাস্কার ট্রফিতে বাজে পারফরম্যান্সের পর একাদশে জায়গা হারানো মার্শের ক্যারিয়ারে আরেকবার কঠিন মোড় নিয়ে এলো এই চোট। শুধু চ্যাম্পিয়ন্স ট্রফিতে নয়, এই মৌসুমেই আর খেলতে পারবেন না ৩৩ বছর বয়সী ক্রিকেটার। আগামী আইপিএলে লাক্ষ্নৌ সুপার জায়ান্টসের হয়ে তার অংশগ্রহণও এখন চরম অনিশ্চয়তায়।
বোর্ডার-গাভাস্কার ট্রফিতে সাত ইনিংসে মোট ৭৩ রান করে ও বল হাতে সীমিত ভূমিকার পর শেষ টেস্টের একাদশ থেকে বাদ পড়েন মার্শ। ওই সিরিজ শেষে বিগ ব্যাশে একটি ম্যাচ খেলেন তিনি। এরপর তাকে বিশ্রাম দেওয়া হয় চ্যাম্পিয়ন্স ট্রফির আগে শারীরিক ও মানসিকভাবে চাঙা হয়ে ওঠার জন্য। কিন্তু টুর্নামেন্ট শুরুর তিন সপ্তাহ আগেই শেষ হয়ে গেল তার খেলার সম্ভাবনা।
ক্যারিয়ারজুড়েই অসংখ্য চোটের ধাক্কায় তার সম্ভাবনা পূর্ণতা পায়নি সেভাবে। গত বছর অস্ট্রেলিয়ার বর্ষসেরা ক্রিকেটারের পুরস্কার অ্যালান বোর্ডার মেডেল জিতেছিলেন তিনি। কিন্তু এরপরও প্রত্যাশিত গতিতে এগোয়নি ক্যারিয়ার। এখন তো আবার গুরুতর চোটে পড়লেন।
অস্ট্রেলিয়ান নির্বাচকদের এখন তার বিকল্প বাছাই করতে হবে। কোনো ব্যাটসম্যানকে বেছে নিলে সেটি হতে পারেন জেইক ফ্রেজার-ম্যাকগার্ক। যদিও সাম্প্রতিক সময়ে খুব ভালো ফর্মে নেই এই তরুণ। তবে মার্শের মতোই তিনি আগ্রাসী মানসিকতার। অস্ট্রেলিয়ার স্কোয়াডে অবশ্য ব্যাটিং বিকল্প আছে আগে থেকেই। তাই কোনো অলরাউন্ডারকেও বেছে নিতে পারেন নির্বাচকরা। সেক্ষেত্রে টেস্ট দলে মার্শের বদলে জায়গা পাওয়া বাউ ওয়েবস্টার ডাক পেতে পারেন ওয়ানডেতেও। স্পিনিং অলরাউন্ডার বেছে নিলে সেটি হতে পারেন কুপার কনোলি।
অস্ট্রেলিয়া অবশ্য আরও বড় দুর্ভাবনায় আছে প্যাট কামিন্সের অ্যাঙ্কেলের চোট নিয়ে। শেষ পর্যন্ত তিনি খেলতে না পারলে অধিনায়কও চূড়ান্ত করতে হবে নির্বাচকদের। সেখানে সম্ভাবনায় এগিয়ে থাকবেন স্টিভেন স্মিথ। কামিন্সের অনুপস্থিতিতে এখন শ্রীলঙ্কায় টেস্ট সিরিজে অস্ট্রেলিয়াকে নেতৃত্ব দিচ্ছেন অভিজ্ঞ এই ব্যাটসম্যান। এছাড়াও নেতৃত্বের বিবেচনায় থাকবেন ট্রাভিস হেড ও জশ ইংলিস। দুজনই সীমিত ওভারের ক্রিকেটে অস্ট্রেলিয়াকে নেতৃত্ব দিয়েছেন এর মধ্যে।
চ্যাম্পিয়ন্স ট্রফিতে অস্ট্রেলিয়ার প্রথম ম্যাচ ২২ ফেব্রুয়ারি চিরপ্রতিদ্বন্দ্বী ইংল্যান্ডের সঙ্গে। ২৫ ফেব্রুয়ারি তাদের প্রতিপক্ষ দক্ষিণ আফ্রিকা, ২৮ ফেব্রুয়ারি আফগানিস্তান। এর আগে শ্রীলঙ্কায় দুই ম্যাচের ওয়ানডে সিরিজ খেলবে তারা।