আইপিএল
Published : 19 May 2025, 03:40 PM
নেট বোলার হিসেবে আইপিএলের অভিজ্ঞতা আগেই হয়েছিল ব্লেসিং মুজারাবানির। এবার প্রথমবারের মতো জায়গা পেলেন তিনি কোনো ফ্র্যাঞ্চাইজির মূল দলে। তাকে স্কোয়াডে যোগ করেছে রয়্যাল চ্যালেঞ্জার্স বেঙ্গালুরু।
টেস্ট চ্যাম্পিয়নশিপের ফাইনালের প্রস্তুতির জন্য দক্ষিণ আফ্রিকা দলের সঙ্গে যোগ দিতে হবে লুঙ্গি এনগিডিকে। এই পেসারের জায়গায় সাময়িক বদলি হিসেবে মুজারাবানিকে দলে টেনেছে বেঙ্গালুরু।
এই বদলি কার্যকর হবে আগামী ২৬ মে থেকে, পরদিনই প্রাথমিক পর্বে নিজেদের শেষ ম্যাচ খেলবে বেঙ্গালুরু, প্রতিপক্ষ লাক্ষ্ণৌ সুপার জায়ান্টস।
আইপিএলের বিবৃতিতে বলা হয়েছে, ৭৫ লাখ রুপিতে বেঙ্গালুরুতে যোগ দিচ্ছেন জিম্বাবুয়ের এই পেসার।
ট্রেন্ট ব্রিজে ইংল্যান্ডের বিপক্ষে চারদিনের একটি টেস্ট খেলবে জিম্বাবুয়ে। ২২ থেকে ২৫ মে অনুষ্ঠেয় ম্যাচটির দলে আছেন মুজারাবানি। ওই লড়াই শেষেই বেঙ্গালুরু দলের সঙ্গে যোগ দেবেন তিনি।
আইপিএলে কখনও খেলেননি মুজারাবানি। তবে অতীতে লাক্ষ্ণৌ সুপার জায়ান্টসের নেট বোলার ছিলেন তিনি। ওই সময় লাক্ষ্ণৌয়ের কোচিং প্যানেলে ছিলেন বেঙ্গালুরুর বর্তমান প্রধান কোচ ও জিম্বাবুয়ের ব্যাটিং গ্রেট অ্যান্ডি ফ্লাওয়ার।
মুজারাবানি ও ফ্লাওয়ার আগেও এক সঙ্গে কাজ করেছেন, পাকিস্তান সুপার লিগে মুলতান সুলতান্স ও আইএলটি-টোয়েন্টিতে গাল্ফ জায়ান্টসে।
সাম্প্রতিক সময়ে দারুণ ছন্দে আছেন মুজারাবানি। বিশেষ করে টেস্ট ক্রিকেটে আলো ছড়াচ্ছেন তিনি। গত ৪ টেস্টে ২৬ উইকেট নিয়েছেন ২৮ বছর বয়সী ডানহাতি পেসার। এপ্রিলে বাংলাদেশের বিপক্ষে সিলেট টেস্ট জয়ে ৯ উইকেট নিয়ে বড় অবদান রেখেছিলেন তিনি।
অস্ট্রেলিয়ার বিপক্ষে আসছে টেস্ট চ্যাম্পিয়নশিপের ফাইনালের দক্ষিণ আফ্রিকা দলে আইপিএল খেলা ক্রিকেটার আছেন বেশ কয়েকজন- কাগিসো রাবাদা (গুজরাট টাইটান্স), এইডেন মার্করাম (লাক্ষ্ণৌ সুপার জায়ান্টস), মার্কো ইয়ানসেন (পাঞ্জাব কিংস), ট্রিস্টান স্টাবস (দিল্লি ক্যাপিটালস), ভিয়ান মুল্ডার (সানরাইজার্স হায়দরাবাদ), রায়ান রিকেলটন ও কর্বিন বশ (মুম্বাই ইন্ডিয়ান্স) এবং এনগিডি। তাদের সবাইকে ৩০ মের মধ্যে দলের সঙ্গে যোগ দিতে হবে।
ক্রিকেট দক্ষিণ আফ্রিকা নিশ্চিত করেছে, পাকিস্তানের সঙ্গে ভারতের সংঘাতের জেরে স্থগিতের পর নতুন সূচিতে পুনরায় শুরু হওয়া আইপিএলের পুরোটা খেলতে পারবে না তাদের ক্রিকেটাররা।
চলতি মৌসুমে দলের সর্বোচ্চ উইকেটশিকারি জশ হেইজেলউডকে আপাতত পাচ্ছে না বেঙ্গালুরু। কাঁধের চোটের সঙ্গে লড়ছেন অস্ট্রেলিয়ান পেসার। ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষে ওয়ানডে সিরিজের দলে থাকা ইংল্যান্ডের জ্যাকব বেথেলকেও আসরের শেষ দিকে পাবে না বেঙ্গালুরু।
এই মধ্যে আইপিএলের প্লে-অফ নিশ্চিত করেছে বেঙ্গালুরু। ১২ ম্যাচে ১৭ পয়েন্ট নিয়ে আপাতত দ্বিতীয় স্থানে আছে তারা। শীর্ষে থাকা গুজরাট (১৮) ও তিনে থাকা পাঞ্জাবও (১৭) পেয়েছে পরের ধাপের টিকেট।
শুক্রবার ঘরের মাঠে সানরাইজার্স হায়দরাবাদের মুখোমুখি হবে বেঙ্গালুরু। পরে ২৭ মে তারা খেলবে লাক্ষ্ণৌয়ের মাঠে।