ভারতীয় ক্রিকেট
Published : 23 Mar 2025, 06:25 PM
সান্দিপ শার্মার ওভারে টানা দুই ছক্কা হাঁকানোর পরের বলে দৌড়ে দুই রান নিয়ে শতক স্পর্শ করলেন ইশান কিষান, ব্যাট ও হেলমেট হাতে নিয়ে দিলেন হুঙ্কার। সানরাইজার্স হায়দরাবাদের হয়ে প্রথম খেলতে নেমেই আইপিএলে সেঞ্চুরির স্বাদ পেলেন এই ভারতীয় ব্যাটসম্যান।
কিষানের বিধ্বংসী সেঞ্চুরি ও ট্রাভিস হেডের ঝড়ো ফিফটির সঙ্গে বাকিদের অবদানে রোববার রাজস্থান রয়্যালসের বিপক্ষে ৬ উইকেটে ২৮৬ রান করেছে হায়দরাবাদ। আইপিএলে এটি দ্বিতীয় সর্বোচ্চ।
ভারতের ফ্র্যাঞ্চাইজি লিগে সর্বোচ্চ দলীয় রানের তালিকায় প্রথম তিন স্থানেই হায়দরাবাদ। গত আসরে রয়্যাল চ্যালেঞ্জার্স বেঙ্গালুরুর বিপক্ষে ২৮৭ রান করেছিল তারা। সেবারই মুম্বাই ইন্ডিয়ান্সের বিপক্ষে ২৭৭ রানের পুঁজি গড়েছিল দলটি।
এনিয়ে চারবার আড়াইশ ছোঁয়া সংগ্রহ গড়ল হায়দরাবাদ; স্বীকৃত টি-টোয়েন্টিতে যা সর্বোচ্চ। তিনবার করে আড়াইশ স্পর্শ করেছে ইংলিশ ক্লাব সারে ও ভারত জাতীয় দল।
আগের সাত মৌসুমে মুম্বাইয়ের হয়ে খেলা কিষানকে গত নভেম্বরের মেগা নিলাম থেকে দলে টানে হায়দরাবাদ। ৬ ছক্কা ও ১১ চারে ৪৭ বলে অপরাজিত ১০৬ রানের দুর্দান্ত ইনিংস খেলেন বাঁহাতি ব্যাটসম্যান।
আইপিএলে নিজের ১০৬তম ম্যাচে এসে সেঞ্চুরির উষ্ণ ছোঁয়া পেলেন কিষান। টুর্নামেন্টে আড়াই হাজারের বেশি রান করা এই ব্যাটসম্যানের ফিফটি আছে ১৭টি।
টস হেরে ব্যাটিংয়ে নামা হায়দরাবাদকে এদিন উড়ন্ত সূচনা এনে দেন হেড। রাজস্থানের বোলারদের তুলাধুনা করে ৩১ বলে ৬৭ রান করেন তিনি। অস্ট্রেলিয়ান ব্যাটসম্যানের ইনিংসটি গড়া ৩ ছক্কা ও ৯ চারে।
হায়দরাবাদের রান উৎসবের শুরু ম্যাচের প্রথম ওভার থেকে; ফাজাল হাক ফারুকিকে দুই চার মারেন আভিশেক শার্মা। পরের ওভারে মাহিশ থিকশানাকে একটি করে চার ও ছক্কা হাঁকান হেড।
ফারুকিকে পরে টানা তিন চার মারা আভিশেকের ঝড় থামান থিকশানা। ১১ বলে ২৪ রান করে ফেরেন হায়দরাবাদের ওপেনার আভিশেক।
মুখোমুখি দ্বিতীয় ও তৃতীয় বলে চার মেরে কিষান শুরু করেন পথ চলা। সেই যে শুরু এরপর আর তাকে থামাতে পারেননি রাজস্থানের কেউ।
পঞ্চম ওভারে জফ্রা আর্চারকে চারটি চার ও একটি ছক্কা মারেন হেড। ওভারটি থেকে আসে ২৩ রান। ২১ বলে ফিফটি করা ভয়ঙ্কর ব্যাটসম্যানকে বিদায় করেন তুষার দেশপান্ডে।
থিকশানা ও সান্দিপকে ওভারে দুটি করে চার মারেন কিষান। পরে আর্চারকে টানা দুই ছক্কায় ২৫ বলে স্পর্শ করেন ফিফটি। ওই ওভারের পঞ্চম বলে আরেকটি ছক্কা হাঁকান তিনি।
কিষানের খুনে ব্যাটিং চলতে থাকে পরেও। ১৯তম ওভারে সেঞ্চুরি স্পর্শ করেন তিনি, ৪৫ বলে। মাঝে ১৪ বলে ৩৪ রানের ক্যামিও ইনিংস খেলেন হাইনরিখ ক্লসেন।