Published : 09 Jun 2025, 01:06 PM
হাইনরিখ ক্লসেনের অবসর ঘোষণা গোটা ক্রিকেট বিশ্বের জন্যই এসেছ চমক হয়ে। ক্রিকেট দুনিয়ার বিধ্বংসী ব্যাটসম্যানদের একজন আন্তর্জাতিক ক্রিকেট ছেড়ে দিলেন এরকম হুট করেই! তিনি নিজেও বলছেন, ২০২৭ বিশ্বকাপে খেলার পরিকল্পনা তার ছিল। এরপর কীভাবে ভাবনায় বদল এলো, কেন তার এমন অবসর, তা খোলাসা করলেন বিস্ফোরক এই ব্যাটসম্যান।
সপ্তাহখানেক আগে গ্লেন ম্যাক্সওয়েলের ওয়ানডে ক্রিকেট ছাড়ার তোলপাড়ের মধ্যেই ক্রিকেটবিশ্বকে আরেক দফা নাড়িয়ে দেয় ক্লসেনের অবসর। টেস্ট ক্রিকেট থেকে তিনি বিদায় নিয়েছিলেন গত বছরই। ফ্র্যাঞ্চাইজি ক্রিকেটের সবচেয়ে কাঙ্ক্ষিত ক্রিকেটারদের একজন এবার বিদায় জানান আন্তর্জাতিক ক্রিকেটকেই।
স্রেফ ৩৩ বছর বয়সে দুর্দান্ত থেকে তার এমন বিদায় বিস্ময়ের জন্ম দিয়েছিল বেশ। এবার র্যাপর্টকে তিনি বললেন, সিদ্ধান্তের প্রক্রিয়া চলছিল বেশ কিছুদিন ধরেই।
“অনেক দিন ধরেই আমার মনে হচ্ছিল, নিজের পারফরম্যান্সকে আমি সেভাবে গুরুত্ব দিতে পারছি না, যেটা দল জিতুক বা না জিতুক। এমন অবস্থানে থাকাটা তো ঠিক নয়। গত চ্যাম্পিয়ন্স ট্রফির আগে রবের (সেই সময়ের কোচ রব ওয়াল্টার) সঙ্গে দীর্ঘ আলোচনা হয় আমার। তাকে বলেছিলাম, যা হচ্ছে, নিজের ভেতরে আমি ভালো অনুভব করছি না। খুব একটা উপভোগ করতে পারছিলাম না।”
রব ওয়াল্টারের কোচিংয়ে গত টি-টোয়েন্টি বিশ্বকাপের ফাইনালে খেলে দক্ষিণ আফ্রিকা, সেমি-ফাইনালে খেলে গত ওয়ানডে বিশ্বকাপে ও চ্যাম্পিয়ন্স ট্রফিতে। কিন্তু চ্যাম্পিয়ন্স ট্রফির পর তিনি কোচর দায়িত্ব ছেড়ে দেন দুই বছরের বেশি মেয়াদ থাকতেই। সম্প্রতি তিনি নিউ জিল্যান্ডের কোচের দায়িত্ব নিয়েছেন, যেখানে তিনি পরিবারসহ থাকেন অনেক বছর ধরেই।
ক্লসেন জানালেন, ওয়াল্টারের বিদায়ে তার নিজের সিদ্ধান্ত নেওয়াটাও সহজ হয়ে গেছে।
“আমাদের বেশ ভালো আলোচনা হয়েছিল। ২০২৭ বিশ্বকাপসহ সব পরিকল্পনা ভালোভাবে করেছিলাম আমরা। এরপর কোচ হিসেবে তার যখন শেষ হয়ে গেল, ক্রিকেট দক্ষিণ আফ্রিকার সঙ্গে চুক্তির ব্যাপারটিও সেভাবে পরিকল্পনামতো এগোল না, তখন আমার সিদ্ধান্ত নেওয়াটা সহজ হয়ে গেল।”
প্রজন্মের সবচেয়ে ভীতি জাগানিয়া ব্যাটসম্যানদের একজন হলেও স্রেফ চার টেস্ট, ৬০ ওয়ানডে ও ৫৮ টি-টোয়েন্টিতেই শেষ হয়ে গেল তার আন্তর্জাতিক ক্যারিয়ার।