Published : 22 May 2025, 12:06 AM
জাসপ্রিত বুমরাহর দুর্দান্ত ইয়র্কারের জবাব খুঁজে পেলেন না এগারো নম্বর ব্যাটসম্যান মুস্তাফিজুর রহমান, উড়ে গেল বেলস। ম্যাচের সমাপ্তি ঘটল ১০ বল বাকি থাকতে। অবশ্য দিল্লি ক্যাপিটালস ম্যাচ থেকে ছিটকে গিয়েছিল আগেই। সুরিয়াকুমার ইয়াদাভের চমৎকার ইনিংসের পর, বুমরাহ ও মিচেল স্যান্টনারের অসাধারণ বোলিংয়ে প্লে-অফে জায়গা করে নিল মুম্বাই ইন্ডিয়ান্স।
মুম্বাইয়ের ওয়াংখেড়ে স্টেডিয়ামে বুধবার আইপিএলে পাঁচবারের চ্যাম্পিয়নদের জয় ৫৯ রানে।
তিন দল প্লে-অফে খেলা নিশ্চিত করেছিল আগেই। বাকি একটি জায়গার লড়াইয়ে ছিল দিল্লি ও মুম্বাই। প্রাথমিক পর্বে সাতটি ম্যাচ বাকি থাকতেই হয়ে গেল সেই ফয়সালা।
ম্যাচের প্রথম ১৮ ওভার পর্যন্ত দারুণ বোলিং করে দিল্লি। মুম্বাইয়ের রান ছিল তখন ৫ উইকেটে ১৩২। সেখান থেকে শেষ দুই ওভারে ৪৮ রান তুলে ১৮০ রানের পুঁজি গড়ে তারা।
শ্রীলঙ্কান পেসার দুশমান্থা চামিরার করা শেষ ওভারে দুটি করে ছক্কা ও ও চারে সুরিয়াকুমার একাই তোলেন ২১ রান। মুকেশ কুমারের করা ১৯তম ওভারেও একটি ছক্কা মারেন তিনি। ওই ওভারের শেষ চার বলে দুটি করে ছক্কা ও চার মারেন নামান ধির।
১৫ ওভার শেষে সুরিয়াকুমারের রান ছিল ২৬ বলে ৩৩। শেষ পর্যন্ত তিনি অপরাজিত থাকেন ৪৩ বলে ৭৩ রানে, ৭টি চারের পাশে ছক্কা ৪টি। ৮ বলে ২৪ রান করেন নামান।
স্থগিত হওয়া আসর পুনরায় শুরুর পর মুস্তাফিজকে দলে নেয় দিল্লি। এ দিন নিজের প্রথম ওভারে রোহিত শার্মার উইকেট নেন বাংলাদেশের বাঁহাতি পেসার। শেষ পর্যন্ত ৪ ওভারে ৩০ রান দিয়ে তার শিকার ওই একটি।
রান তাড়ায় শুরু থেকেই নিয়মিত উইকেট হারানো দিল্লি গুটিয়ে যায় ১২১ রানে।
নিয়মিত অধিনায়ক আকসার প্যাটেলের অসুস্থতায় এই ম্যাচে দলকে নেতৃত্ব দেওয়া ফাফ দু প্লেসি বিদায় নেন দ্বিতীয় ওভারে। পরের ওভারে ফেরেন আগের ম্যাচের সেঞ্চুরিয়ান লোকেশ রাহুল।
সামির রিজভির ৩৫ বলে ৩৯ ছাড়া ২০ ছাড়াতে পারেননি আর কেউ।
৪ ওভারে স্রেফ ১১ রানে ৩ উইকেট নেন নিউ জিল্যান্ডের বাঁহাতি স্পিনার স্যান্টনার। বুমরাহও ৩ উইকেট শিকার করেন, ৩.২ ওভারে ১২ রান দিয়ে।
প্রাথমিক পর্বে দুই দলের বাকি আছে আরও একটি করে ম্যাচ।