ভারতীয় ক্রিকেট
Published : 03 Jan 2025, 08:20 PM
ব্যাট হাতে সময়টা দুর্দান্ত কাটছে কারুন নায়ারের। চলমান বিজায় হাজারে ট্রফিতে রানের জোয়ার বইয়ে চলেছেন তিনি। ধারাবাহিকভাবে আলো ছড়িয়ে লিস্ট ‘এ’ ক্রিকেটে একটি বিশ্ব রেকর্ড গড়েছেন ভারতীয় ব্যাটসম্যান।
৫০ ওভারের স্বীকৃত ক্রিকেটে আউট না হয়ে সবচেয়ে বেশি রান করার কীর্তিটি এখন নায়ারের। বিজায় হাজারে ট্রফিতে টানা চার ম্যাচে অপরাজিত থাকার পর শুক্রবার আউট হন ভিদার্ভার এই ব্যাটসম্যান। এই পথচলায় পাঁচ ম্যাচে চার সেঞ্চুরিতে মোট ৫৪২ রান করেন তিনি।
আউট না হয়ে লিস্ট ‘এ’ ক্রিকেটে সবচেয়ে বেশি রানের বিশ্ব রেকর্ড এতদিন ছিল নিউ জিল্যান্ডের সাবেক অলরাউন্ডার জেমস ফ্র্যাঙ্কলিনের। ২০১০ সালে ৫২৭ রান করেছিলেন তিনি আউট না হয়ে।
এই তালিকায় পরের তিনটি স্থানে আছেন জার্মানির জসুয়া ফন হেরডেন (৫১২), পাকিস্তানের ফাখার জামান (৪৫৫) ও তাউফিক উমার (৪২২)।
নায়ারের বিশ্ব রেকর্ড গড়ার পথে যাত্রা শুরু গত ২৩ ডিসেম্বর। এবারের বিজায় হাজারে ট্রফিতে সেটি ছিল তার প্রথম ম্যাচ। জাম্মু ও কাশ্মীরের বিপক্ষে ওই লড়াইয়ে ১১২ রানের অপরাজিত ইনিংস খেলেন ৩৩ বছর বয়সী ব্যাটসম্যান।
পরের ম্যাচে ছাত্তিশগাড়ের বিপক্ষে ছোট্ট লক্ষ্য তাড়ায় ৪৪ রান করে মাঠ ছাড়েন দলের জয় সঙ্গে নিয়ে। লিস্ট ‘এ’ ক্রিকেটে নিজের ক্যারিয়ার সেরা ইনিংসটি খেলেন নায়ার পরের ম্যাচে, চান্ডিগাড়ের বিপক্ষে। তার অপরাজিত ১৬৩ রানের ইনিংসে ৩১৬ রান ৪৮ ওভারের মধ্যে তাড়া করে জিতে যায় ভিদার্ভা।
নায়ারের ব্যাটে রানের স্রোত বইতেই থাকে। তামিল নাড়ুর বিপক্ষে গত মঙ্গলবার খেলেন তিনি ১১১ রানের ইনিংস। উত্তর প্রদেশের বিপক্ষে শুক্রবার আউট হন তিনি ১১২ রান করে। ম্যাচটি ৮ উইকেটে জেতে তার দল।
ভারতের হয়ে ৬টি টেস্ট ও ২টি ওয়ানডে খেলেছেন নায়ার। আইপিএলে নয় আসরে খেলেছেন চার দলের জার্সিতে-রাজস্থান রয়্যালস, পাঞ্জাব কিংস, দিল্লি ক্যাপিটালস ও রয়্যাল চ্যালেঞ্জার্স বেঙ্গালুরু।
গত দুই বছর ভারতের ঘরোয়া এই ফ্র্যাঞ্চাইজিতে খেলার সুযোগ পাননি নায়ার। এবারের মেগা নিলামে তাকে ৫০ লাখ রুপিতে দলে টেনেছে দিল্লি।