Published : 07 Feb 2023, 07:29 PM
মেরিলিবোন ক্রিকেট ক্লাবের (এমসিসি) ওয়ার্ল্ড ক্রিকেট কমিটির নতুন সদস্য হলেন অস্ট্রেলিয়ার সাবেক ব্যাটসম্যান জাস্টিন ল্যাঙ্গার, দক্ষিণ আফ্রিকার সাবেক অধিনায়ক গ্রায়েম স্মিথ ও ইংল্যান্ড নারী দলের সাবেক অধিনায়ক ক্লেয়ার কনর।
ক্রিকেট আইনের অভিভাবক সংস্থা এমসিসি মঙ্গলবার এক বিবৃতিতে এই তিনজনের যোগ দেওয়ার কথা জানায়।
বর্তমান ও সাবেক খেলোয়াড়, আম্পায়ার ও অফিসিয়ালদের সমন্বয়ে গঠিত স্বাধীন সংস্থায় যোগ দেবেন ল্যাঙ্গার, স্মিথ ও কনর।
২০২০ সালের পর এমসিসিতে নতুন নিয়োগ এই তিনজন। টিম মে, ভিন্স ফন ডার বাইল, ব্রেন্ডন ম্যাককালাম ও রিকি পন্টিংয়ের পদত্যাগ এবং সাবেক কমিটি সদস্য ও অস্ট্রেলিয়ান কিংবদন্তি শেন ওয়ার্নের মৃত্যুর পর দায়িত্বে এলেন তারা।
ল্যাঙ্গার, স্মিথ ও কনরকে পেয়ে উচ্ছ্বাস প্রকাশ করলেন এমসিসির ওয়ার্ল্ড ক্রিকেট কমিটির চেয়ারম্যান মাইক গ্যাটিং।
“বিশ্ব ক্রিকেট কমিটিতে ক্লেয়ার, জাস্টিন এবং গ্রায়েমকে স্বাগত জানাতে পেরে আমরা অত্যন্ত আনন্দিত। এটা চমৎকার সংবাদ যে, তারা আমাদের আমন্ত্রণ গ্রহণ করেছে।”
আগামী সপ্তাহে দুবাইয়ে আইসিসির হেডকোয়ার্টারে অনুষ্ঠিত হবে এমসিসির পরবর্তী সভা।