নারী ক্রিকেট
Published : 28 Dec 2024, 09:54 PM
প্রথম ম্যাচে নিগার সুলতানার করা ১৫৩ রান টপকে গেলেন মুর্শিদা খাতুন। তবে সতীর্থকে বেশিক্ষণ শীর্ষে থাকতে দিলেন না নিগার। কিছুক্ষণ পরই মুর্শিদাকে টপকে ফের ওপরে উঠে গেলেন সেন্ট্রাল জোন অধিনায়ক। রানবন্যার ম্যাচে দুজনের দেড়শছোঁয়া ইনিংসের পর আর ফল আসেনি।
মেয়েদের বিসিএলে ব্যাটারদের দাপটের দ্বিতীয় রাউন্ডের আরেক ম্যাচে তিন অঙ্কের দেখা পেয়েছেন সোবহানা মোস্তারিও। নর্থ জোন ও সাউথ জোনের মধ্যে জমে ওঠা ম্যাচটিও অমীমাংসিতভাবে শেষ হয়েছে।
দুই রাউন্ড শেষ হওয়ার পর এখন বিরতি বিসিএলে। আগামী মাসে ওয়েস্ট ইন্ডিজ সফরের পর হবে টুর্নামেন্টের বাকি অংশ।
নিগার-মুর্শিদার সেঞ্চুরিতে পাঁচশ ছাড়াল সেন্ট্রাল জোন
রাজশাহীর শহীদ কামারুজ্জামান স্টেডিয়ামে তিন দিনে দুই দলের প্রথম ইনিংসও শেষ হয়নি। ইস্ট জোনের ৩৫৪ রানের জবাবে ৮ উইকেটে ৫২৮ রান করে সেন্ট্রাল জোন। চলতি লিগে এটিই প্রথম পাঁচশ রান।
আগের দিন তিন অঙ্ক ছোঁয়া মুর্শিদা শনিবার থামেন ১৭০ রানে। ২৮৬ বলের ইনিংসে তিনি মারেন ২৩টি চার। নিগারের সঙ্গে মুর্শিদার তৃতীয় উইকেট জুটিতে আসে ২২৮ রান।
এরপর দলকে এগিয়ে নেন নিগার। আগের ম্যাচে ১৫৩ রানের অপরাজিত ইনিংস খেলা ব্যাটার এবার ৩২২ বলে করেন ১৭১ রান। ১৮টি চার মারেন তিনি।
শেষ দিকে ৪৪ বলে ৫১ রানে অপরাজিত থাকেন দিশা বিশ্বাস।
সংক্ষিপ্ত স্কোর
ইস্ট জোন ১ম ইনিংস: ৩৫৪
সেন্ট্রাল জোন ১ম ইনিংস: (আগের দিন ২৪২/২) ১৫৬ ওভারে ৫২৮/৮ (মুর্শিদা ১৭০, নিগাএ ১৭১, স্বর্ণা ০, শারমিন ২৯, নাহিদা ১৬, দিশা ৫১*, পূজা ৮, সুবর্ণা ৫*; সুরাইয়া ২৪-৩-৭২-১, শরিফা ৩৫-২-১২৯-১, সাবিকুন ২৭-২-৮৮-০, আশরাফি ২২-১-৭৪-০, ফাহিমা ২৬-১১-৪৬-৩, জান্নাতুল ১৫-২-৬১-০, তাজ ৭-১-৩৬-৩)
ফল: ম্যাচ ড্র
প্লেয়ার অব দা ম্যাচ: নিগার সুলতানা
সোবহানার সেঞ্চুরি
বাংলা ট্র্যাক ক্রিকেট একাডেমি মাঠে জয়ের আশা জাগায় দুই দলই। তবে শেষ পর্যন্ত পারেনি কেউ। সময়ের অভাবে ড্র হয়ে যায় ম্যাচ।
প্রথম ইনিংসে নর্থ জোনের ২৩৮ রানের জবাবে ২২০ রান করে সাউথ জোন। ১৮ রানের লিড পেয়ে দ্বিতীয়বারে ৫ উইকেটে ২৫৭ রানে ইনিংস ঘোষণা করে সাউথ জোন।
২৭৬ রানের লক্ষ্যে ৮ উইকেটে ২৩২ রান করতে পারে সাউথ জোন।
ম্যাচের শেষ দিন প্রথম শ্রেণির ক্রিকেটে নিজের প্রথম সেঞ্চুরি করেন সোবহানা মোস্তারি। ১৪ চার ও ৪ ছক্কায় ১৪৬ বলে ১১৮ রানে অপরাজিত থাকেন নর্থ জোন অধিনায়ক।
রিতু মনি খেলেন ৫৮ রানের ইনিংস। সোবহানা ও রিতুর পঞ্চম উইকেট জুটিতে আসে ১২৩ রান।
পরে রান তাড়ায় সাউথ জোনের হয়ে সর্বোচ্চ ৪৯ রান করেন রুবাইয়া হায়দার। আয়েশা রহমানের ব্যাট থেকে আসে ৪৬ রান। শেষ দিকে সালমা খাতুনের দৃঢ়তায় প্রতিপক্ষকে রুখে দেয় সাউথ জোন।
সংক্ষিপ্ত স্কোর
নর্থ জোন ১ম ইনিংস: ২৩৮
সাউথ জোন ১ম ইনিংস: ২২০
নর্থ জোন ২য় ইনিংস: (আগের দিন ৯৫/৪) ৮০ ওভারে ২৫৭/৫ (সোবহানা ১১৮*, রিতু ৫৮, মারুফা ৯; সালমা ১৬-৪-৩৮-০, সানজিদা ১৩-২-৩৯-০, সুলতানা ১০-১-৪৫-১, রাবেয়া ২০-৬-৪৯-২, রুমানা ১৪-৮-৩৪-১, আয়েশা ৩-০-৩১-০, রুপা ৪-০-১৫-০)
সাউথ জোন ২য় ইনিংস: (লক্ষ্য ২৭৬) ৬৬ ওভারে ২৩২/৮ (শামিমা ২৮, আয়েশা ৪৬, রুবাইয়া ৪৯, রুমানা ১৮, উন্নতি ৪, রাবেয়া ২১, সালমা ২৪*, সুলতানা ২২, সানজিদা ০, রুপা ৬; মারুফা ১৩-২-৪৫-২, ফারিহা ৬-৩-১০-০, রিতু ১০-৫-১২-১, জান্নাতুল ২২-৩-৯৮-৩, লাবনী ৮-১-১৭-০, মিষ্টি ৭-১-৩৭-২)
ফল: ম্যাচ ড্র
প্লেয়ার অব দা ম্যাচ: জান্নাতুল ফেরদৌস