ভারতীয় ক্রিকেট
Published : 22 Jun 2025, 05:39 PM
দুই সংস্করণ থেকে অবসর নেওয়া ভিরাট কোহলি ও রোহিত শার্মার ওয়ানডে বিশ্বকাপ দলে জায়গা পাওয়া কঠিন হবে বলে মনে করছেন সৌরভ গাঙ্গুলি। ভারতের সাবেক অধিনায়কের মতে, আন্তর্জাতিক ক্রিকেটে কেবল এক সংস্করণে খেলে ফিটনেস ধরে রাখা চ্যালেঞ্জিং হবে তার দুই উত্তরসূরির জন্য।
২০২৭ সালে দক্ষিণ আফ্রিকা, জিম্বাবুয়ে ও নামিবিয়ায় হবে ওয়ানডে বিশ্বকাপের আগামী আসর। তখন কোহলি বয়স হবে ৩৮, আর রোহিত ৪০ ছুঁইছুঁই। ওই বয়সে নিজের সেরাটা দেওয়া যে কারো জন্যই কঠিন।
বৈশ্বিক ওই টুর্নামেন্টের আগ পর্যন্ত ৯টি দ্বিপাক্ষিক ওয়ানডে সিরিজ খেলার কথা রয়েছে ভারতের। যেখানে ২৭টি ম্যাচ খেলবে এশিয়ার দলটি।
এত অল্প আন্তর্জাতিক ম্যাচ খেলে নিজেদের ফিট রাখা কোহলি ও রোহিতের জন্য সহজ হবে না। আর এই স্বল্প সুযোগে নিজেদের মেলে ধরতে না পারলে বিশ্বকাপ দলে তাদের জায়গা পাওয়া অনিশ্চিত হয়ে পড়বে। পিটিআইয়ের সঙ্গে আলাপকালে সৌরভ তুলে ধরেন এসব বাস্তবতা।
“আমাদের সকলকেই বুঝতে হবে, অন্য সবার মতো একটা সময় খেলা ওদের থেকে দূরে সরে যাবে এবং ওরাও খেলা থেকে দূরে যাবে।”
“বছরে ১৫ ম্যাচ খেলে এটা (২০২৭ বিশ্বকাপের দলে জায়গা করে নেওয়া) সহজ হবে না।”
আন্তর্জাতিক ক্রিকেটে কোহলির রান ২৭ হাজারের বেশি, আর রোহিতের রান প্রায় ২০ হাজার। দুইজনের নামের পাশে সেঞ্চুরি যথাক্রমে ৮২ ও ৪৯টি। অভিজ্ঞ দুই ব্যাটসম্যানকে কোনো পরামর্শ দেওয়ার আছে কিনা, এমন প্রশ্নের জবাবে সৌরভ বলেন, সময় হলে তারাই তাদের সিদ্ধান্ত নেবেন।
“তাদের জন্য আমার কোনো পরামর্শ নেই। আমি মনে করি, খেলাটি সম্পর্কে তারা আমার মতোই জানে। তারা নিজেদের সিদ্ধান্ত নেবে।”