আইপিএল
Published : 25 Nov 2024, 08:38 PM
বাংলাদেশকে গুঁড়িয়ে কদিন আগে বিশ্ব ক্রিকেটে আলোড়ন তোলা আল্লাহ মোহাম্মাদ গাজানফারকে নিয়ে আইপিএলের নিলামে চলল টানাটানি। কলকাতা নাইট রাইডার্সের সঙ্গে লড়াইয়ে জিতে আফগানিস্তানের রহস্য স্পিনারকে দলে নিল মুম্বাই ইন্ডিয়ান্স।
আইপিএলের মেগা নিলামের দ্বিতীয় দিন সোমবার জেদ্দায় গাজানফারকে ৪ কোটি ৮০ লাখ রুপিতে দলে নেয় মুম্বাই। তার ভিত্তি মূল্য ছিল ৭৫ লাখ রুপি।
আফগানদের আরেক রহস্য স্পিনার মুজিব-উর-রাহমানের মতো একই ঘরানার বোলার হওয়ায় দেশটির ক্রিকেটে অনেক আগে থেকেই ‘নতুন মুজিব’ হিসেবে পরিচিত গাজানফার। আইপিএলের গত আসরেও ছিলেন ১৮ বছর বয়সী স্পিনার। মুজিবের বদলি হিসেবে ভিত্তি মূল্য ২০ লাখে তাকে দলে নিয়েছিল কলকাতা নাইট রাইডার্স। তবে কোনো ম্যাচ খেলার সুযোগ পাননি গাজানফার।
২০২৪ সালের অনূর্ধ্ব-১৯ বিশ্বকাপে আলো ছড়িয়ে আলোচনায় আসেন গাজানফার। পরে তো আইপিএলেও দল পেয়ে যান তিনি। কিন্তু নিজের আগমণী বার্তা ক্রিকেট বিশ্বে সত্যিকার অর্থে সরবে ছড়িয়ে দিতে পারেন নভেম্বরের শুরুতে বাংলাদেশকে বিধ্বস্ত করে।
শারজাহতে সিরিজের প্রথম ওয়ানডেতে বাংলাদেশকে চমকে দেন গাজানফার। ৬.৩ ওভারে স্রেফ ২৬ রান দিয়ে নেন ৬ উইকেট। এর মধ্যে জাদুকরি শেষ স্পেলে ৩.৩ ওভারে চার রানে তার শিকার পাঁচ উইকেট! ম্যাচটি ৯২ রানে জিতে সিরিজে এগিয়ে যায় আফগানিস্তান।
দ্বিতীয় ওয়ানডেতে নেন দুই উইকেট। তৃতীয় ও শেষ ম্যাচে উইকেট পাননি গাজানফার। তবে প্রথম ম্যাচে তার বোলিং আলোচনার জন্ম দেয় বিশ্ব ক্রিকেটে।
স্বীকৃত টি-টোয়েন্টিতে এখন পর্যন্ত ১৬ ম্যাচ খেলেছেন গাজানফার। ওভারপ্রতি ছয়ের নিচে রান দিয়ে তার উইকেট ২৯টি। ম্যাচে দুইবার নিয়েছেন চার উইকেট।
এবারের নিলাম থেকে দল পেয়েছেন কদিন আগে রাঞ্জি ট্রফিতে ইনিংসে ১০ উইকেট নিয়ে আলোচনার জন্ম দেওয়া ভারতীয় পেসার আনশুল কাম্বোজ। ৩০ লাখ রুপির এই ক্রিকেটারকে মুম্বাইয়ের সঙ্গে লড়াইয়ে জিতে ৩ কোটি ৪০ লাখ রুপিতে দলে নিয়েছে চেন্নাই সুপার কিংস।
রাঞ্জি ট্রফির সুদীর্ঘ ইতিহাসে একাই ১০ উইকেট নেওয়া তৃতীয় বোলার আনশুল। সব মিলিয়ে প্রথম শ্রেণির ক্রিকেটে ইনিংসে ১০ উইকেট শিকার করা ষষ্ঠ ভারতীয় বোলার তিনি।
গত আইপিএলে মুম্বাইয়ের হয়ে অভিষেক হয় আনশুলের। সেবার ৩ ম্যাচ খেলে নেন দুই উইকেট। স্বীকৃত টি-টোয়েন্টিতে ১৭ ম্যাচে তার শিকার ১৯ উইকেট।