Published : 21 Dec 2022, 08:47 PM
মিরপুর থেকে মাউন্ট মঙ্গানুইয়ের দূরত্ব ১১ হাজার কিলোমিটার। তবে নিউ জিল্যান্ডের অনিন্দ্য সুন্দর পর্যটন শহরটিতে বছরের প্রথম টেস্টে যে জয় পেয়েছিল বাংলাদেশ, বছরের শেষ টেস্টে মিরপুরে এসে সেই জয়কে মনে হচ্ছে যেন কয়েক আলোকবর্ষ দূরে। এই ১২ মাসে এতটাই বদলে গেছে বাংলাদেশের টেস্ট ক্রিকেট। বছরের শেষ টেস্টে সাকিব আল হাসানদের সামনে চ্যালেঞ্জ, শুরু আর শেষকে এক বিন্দুতে মেলানো।
শের-ই-বাংলা স্টেডিয়ামে বৃহস্পতিবার যখন বছরের শেষ ম্যাচটি খেলতে নামবে বাংলাদেশ, টেস্টে একের পর এক ব্যর্থতা তখন দলের সঙ্গী। এই বছর ৯ টেস্ট খেলে স্রেফ ১টি ড্র করতে পেরেছে দল, হেরেছে ৭টিতেই। একমাত্র জয়টি বছরের শুরুতে, মাউন্ট মঙ্গানুইতে।
নিউ জিল্যান্ডে ঐতিহাসিক প্রথম জয়ের সেই টেস্টে ছিলেন না সাকিব আল হাসান, তামিম ইকবালের মতো অভিজ্ঞ দুই ক্রিকেটার। জয়ের ওজন তাতে বেড়ে গিয়েছিল আরও। বছরের শেষ টেস্টেও নেই তামিম। তবে এবার সাকিব আছেন অধিনায়কের ভূমিকায়। তার সবচেয়ে বড় দায়িত্ব, জয়ের বিশ্বাস ড্রেসিং রুমে ফিরিয়ে আনা, সেই বিশ্বাসকে সঙ্গী করে মাঠে নামা।
মাউন্ট মঙ্গানুই টেস্টে স্মরণীয় সেই জয়ের পর যেখানে সামনে এগিয়ে চলার কথা, বাংলাদেশ সেখানে চড়ে বসে উল্টো রথে। ম্যাচের পর ম্যাচ বিবর্ণ পারফরম্যান্সে মিলতে থাকে একের পর এক বড় পরাজয়। একমাত্র ড্র শ্রীলঙ্কার বিপক্ষে চট্টগ্রামে, সেই ম্যাচেও দাপট বেশি ছিল প্রতিপক্ষের। পরের ম্যাচে তো লঙ্কানদের কাছে বাজেভাবে হারতে হয় মিরপুরে।
সেই মিরপুরে এবার প্রতিপক্ষ ভারত। চট্টগ্রামে ১৮৮ রানের জয়ে তারা এগিয়ে আছে সিরিজে। মিরপুরেও তারা নামবে ফেভারিট হিসেবেই।
চট্টগ্রামে প্রথম ইনিংসে ১৫০ রানে গুটিয়ে গিয়েই মূলত ম্যাচ থেকে অনেকটা ছিটকে যায় বাংলাদেশ। দ্বিতীয় ইনিংসে শতরানের উদ্বোধনী জুটি, অভিষিক্ত জাকির হাসানের সেঞ্চুরি ও পরে সাকিবের লড়াইয়ের পরও হারতে হয় বড় ব্যবধানেই।
দ্বিতীয় ইনিংসের সেই লড়াইটাকেই মিরপুরে প্রথম ইনিংসে দেখতে চান বাংলাদেশের বোলিং কোচ অ্যালান ডোনাল্ড। এই টেস্টের পর আড়াই মাস আন্তর্জাতিক ক্রিকেটে কোনো খেলা নেই দলের। কোচিং স্টাফরাও লম্বা ছুটিতে যাবে। বুধবার সংবাদ সম্মেলনে ডোনাল্ড বললেন, জয়ের সুখস্মৃতি নিয়ে তারা ছুটিতে যেতে চান।
“আমরা জিততে চাই। ভারতের বিপক্ষে খেলা যেখানেই হোক না কেন, অর্জনের সর্বোচ্চ পর্যায়ে থাকে এটা। আমরা জানি যে ১৫০ করে কাজ হবে না। জুটি গড়ার প্রয়োজনীয়তা নিয়ে আমরা কথা বলেছি। আরও স্থিতধী হতে হবে আমাদের, দ্বিতীয় ইনিংসে আমরা যা দেখাতে পেরেছি।”
“জিততে আমরা মরিয়া। আমি ও আমার মতা অনেকেই আমরা ক্রিসমাসের বিলম্বিত ছুটিতে দেশে ফিরতে চাই একটা জয় সঙ্গী করে।”
চট্টগ্রামে দলকে ভুগতে হয়ছে প্রথম দিনের পর সাকিব বোলিং করতে না পারায়। তবে পাঁজর ও কাঁধের চোট কাটিয়ে অধিনায়ক মিরপুরে বল করতে পারবেন বলে নিশ্চিত করেছেন ডোনাল্ড। একাদশে একটি পরিবর্তন অবশ্য অবধারিতই। চোটের কারণে পেসার ইবাদত হোসেন ছিটকে গেছেন। তার জায়গায় ফিরছেন তাসকিন আহমেদ। টেস্ট অভিষেকের প্রায় ৬ বছর পর দেশের মাঠে প্রথম টেস্ট খেলবেন এই পেসার।
চট্টগ্রাম টেস্টে জিতে আইসিসি টেস্ট চ্যাম্পিয়নশিপের পয়েন্ট তালিকায় দুইয়ে উঠে এসেছে ভারত। ফাইনালের পথে এগিয়ে যেতে মিরপুরেও যে কোনো মূল্যে জিতে চাইবে তারা। সামনের পথচলায় যে আরও কঠিন প্রকিপক্ষ অপেক্ষায়।
মিরপুরে ওয়ানডে সিরিজের দুই ম্যাচে বাংলাদেশের কাছে নাটকীয়ভাবে হেরেছে ভারত। তবে ওই ম্যচগুলি থেকে উইকেটের ধারণা কিছুটা মিলেছে তাদের। ব্যাটিং কোচ বিক্রম রাঠোর বললেন, জয়ে চোখ রেখেই নামবে তাদের দল।
“আমাদের মানসিকতা থাকবে ভালো ক্রিকেট খেলা এবং জেতা। এই উইকেটে ওয়ানডে সিরিজেও আমরা দেখেছি বোলারদের জন্য সহায়তা ছিল। উইকেট তুলনামূরক গতিময় ছিল এবং আমি নিশ্চিত, এই টেস্টেও জয়-পরাজয় দেখা যাবে। আমরা মুখিয়ে আছি ভালো একটি ম্যাচ খেলতে এবং জিততে।”