Published : 14 Oct 2023, 06:54 PM
প্রথম ইনিংসের মতো ফের মুখ থুবড়ে পড়ল রাজশাহী বিভাগের ব্যাটিং। মোহাম্মদ মিঠুনের অপরাজিত সেঞ্চুরির পর বোলারদের সম্মিলিত অবদানে বড় জয়ে জাতীয় লিগে শুভসূচনা করল খুলনা বিভাগ।
২৫তম জাতীয় ক্রিকেট লিগের প্রথম রাউন্ডে তিন দিনেই রাজশাহীকে হারিয়েছে খুলনা। দ্বিতীয় স্তরের ম্যাচটি তারা জিতেছে ৪০০ রানে।
বাংলাদেশের ঘরোয়া প্রথম শ্রেণির ক্রিকেটে রানের হিসাবে দ্বিতীয় বড় জয় এটি। ২০১৪ সালে সাভারের বিকেএসপির তিন নম্বর মাঠে জাতীয় লিগেই চট্টগ্রামের বিপক্ষে রেকর্ড ৪০৩ রানে জিতেছিল রাজশাহী।
রাজশাহীর শহীদ কামরুজ্জামান স্টেডিয়ামে ৫৪২ রানের লক্ষ্য তাড়ায় ১৪১ রানে গুটিয়ে যায় রাজশাহী। প্রথম ইনিংসে তারা অল আউট হয়েছিল স্রেফ ৮১ রানে।
অলরাউন্ড পারফরম্যান্সে খুলনার জয়ের নায়ক সৌম্য সরকার। ব্যাটিংয়ে দুই ইনিংসে ৩২ ও ৫৭ রান করার পাশাপাশি ম্যাচে ৫ উইকেট নেন তিনি।
আগের দিনের ৮৩ রান নিয়ে খেলতে নেমে শনিবার প্রথম শ্রেণির ক্রিকেটে পঞ্চদশ শতক তুলে নেন মিঠুন। খুলনা দ্বিতীয় ইনিংস ঘোষণা করে ৫ উইকেটে ৩৩৪ রানে। প্রথম ইনিংসে তারা এগিয়ে ছিল ২০৭ রানে।
মিঠুন অপরাজিত থাকেন ১৪৯ বলে ১২ চার ও ৪ ছক্কায় ১২৫ রানে। ৩৬ বলে ৩০ রান করেন অধিনায়ক নুরুল হাসান সোহান।
পাহাড়সম লক্ষ্য তাড়ায় শুরু থেকে নিয়মিত উইকেট হারায় রাজশাহী। ৬৩ রানে ৭ উইকেট হারিয়ে ফের একশর আগে গুটিয়ে যাওয়ার শঙ্কায় পড়ে তারা। ১০ নম্বর ব্যাটসম্যান শফিকুল ইসলামের ২৮ বলে অপরাজিত ৩৭ রানের ইনিংসে এবার একশ ছাড়াতে পারে দলটি।
খুলনার হয়ে সাত জন হাত ঘুরিয়ে উইকেট পান সবাই। আল আমিন হোসেন, জিয়াউর রহমান ও নাহিদুল ইসলামের প্রাপ্তি ২টি করে।
সংক্ষিপ্ত স্কোর:
খুলনা ১ম ইনিংস: ২৮৮
রাজশাহী ১ম ইনিংস: ৮১
খুলনা ২য় ইনিংস: (আগের দিন ২৪৮/৩) ৭৬.১ ওভারে ৩৩৪/৫ ডিক্লে. (মিঠুন ১২৫*, আফিফ ২৯, সোহান ৩০; মোহর ১২-০-৬৪-২, শফিকুল ৮-১-২৭-১, আসাদুজ্জামান ১৬-০-৬০-০, সানজামুল ১৩-১-৫৪-১, মেহেরব ৫-০-২১-০, তাইজুল ২২.১-০-১০১-১)
রাজশাহী ২য় ইনিংস: (লক্ষ্য ৫৪২) ৩৮ ওভারে ১৪১ (মিজানুর ৮, জুনায়েদ ৭, ফরহাদ ১৫, সাব্বির ০, মেহেরব ১৮, শাখির ১১, সানজামুল ১, তাইজুল ১৯, মোহর ২৩, শফিকুল ৩৭*, আসাদুজ্জামান ০; আল আমিন ৬-১-১৫-২, জিয়াউর ৬-০-২১-২, হালিম ৪-০-১৪-১, সৌম্য ৩-০-১১-১, আফিফ ২-১-৭-১, নাহিদুল ৯-৪-৩১-২, আরিদুল ৮-২-৪০-১)
ফল: খুলনা ৪০০ রানে জয়ী
ম্যান অব দা ম্যাচ: সৌম্য সরকার
ইয়াসির-শামীম-নাঈমের ফিফটি, রাব্বির ৫ উইকেট
দ্বিতীয় স্তরের আরেক ম্যাচে ইয়াসির আলি চৌধুরি, শামীম হোসেন ও নাঈম ইসলামের ফিফটিতে বরিশালকে তিনশ ছাড়ানো লক্ষ্য দিয়েছে চট্টগ্রাম বিভাগ।
চট্টগ্রামের জহুর আহমেদ চৌধুরি স্টেডিয়ামে চট্টগ্রাম বিনা উইকেটে ১৬ রান নিয়ে তৃতীয় দিন শুরু করে দ্বিতীয় ইনিংসে অল আউট হয়েছে ৩০৮ রানে। প্রথম ইনিংসে তারা এগিয়ে ছিল ৩ রানে।
ইয়াসির ৭৩ বলে ৬ চার ও ৩ ছক্কায় খেলেন ৭৪ রানের আগ্রাসী ইনিংস। শামীম ৭১ বলে ৬৭ ও নাঈম ৯৪ বলে করেন ৫১ রান।
প্রথম ইনিংসে ৯৪ রান করা মুমিনুল হক এবার থামেন অল্পে, ২৬ বলে ২১।
৬৪ রানে ৫ উইকেট নিয়ে বরিশালের সফলতম বোলার কামরুল ইসলাম রাব্বি। প্রথম শ্রেণির ক্রিকেটে তৃতীয়বার এই স্বাদ পেলেন জাতীয় দলের হয়ে ৭ টেস্ট খেলা পেসার।
৩১২ রানের লক্ষ্যে চতুর্থ দিনে ব্যাটিংয়ে নামবে বরিশাল।
সংক্ষিপ্ত স্কোর:
চট্টগ্রাম ১ম ইনিংস: ২৩৮
বরিশাল ১ম ইনিংস: ২৩৫
চট্টগ্রাম ২য় ইনিংস: (আগের দিন ১৬/০) ৯১.১ ওভারে ৩০৮ (পিনাক ১৮, সৈকত ৩৬, মুমিনুল ২১, ইয়াসির ৭৪, ইরফান ৭, শামীম ৬৭, নাঈম ৫১, মুরাদ ১৩, ইফরান ০, ইয়াসিন ১৬, ফাহাদ ০*; রাব্বি ১৮-১-৬৪-৫, সোহাগ ২৮-২-৮১-০, রুয়েল ১৫-৬-৫১-২, মইনুল ৮.১-২-২৪-২, মইন ১৩-১-৬৬-২, জাকারিয়া ৪-১-৬-০, সালমান ৩-০-৮-০)