Published : 31 Aug 2022, 06:40 PM
বিশ্রাম শেষে ফেরার ম্যাচে নিজেকে সেভাবে মেলে ধরতে পারেননি বিরাট কোহলি। তবে পাকিস্তানের বিপক্ষে ওই ইনিংসেই উত্তরসূরির ছন্দে ফেরার আভাস পেয়েছেন কপিল দেব। ভারতের প্রথম বিশ্বকাপজয়ী অধিনায়কের মতে, সময়ের সেরা ব্যাটসম্যানদের একজন কোহলি শিগগিরই ফিরবেন আপন চেহারায়।
ক্রিকেট বিশ্বজুড়ে দোর্দণ্ড প্রতাপে ২২ গজে রাজত্ব করা কোহলি অনেক দিন ধরে আছেন নিজের ছায়া হয়ে। একসময় তার ব্যাটে সেঞ্চুরি ছিল নিয়মিত ঘটনা। কিন্তু ২০১৯ সালের নভেম্বরের পর থেকে আর শতরানের দেখা পাননি তিনি। অবশ্য একটা সময় পর্যন্ত সেঞ্চুরি না পেলেও রান পাচ্ছিলেন তিনি। পরে তাতেও খরা দেখা দেয়।
সাম্প্রতিক সময়ে ব্যাট হাতে তিনি ছিলেন অনেকটাই অচেনা। শুরু হয় প্রবল সমালোচনা। প্রশ্ন ওঠে দলে তার জায়গা নিয়েও। ফর্মহীনতার প্রভাব পড়ে কোহলির মানসিকতায়ও। সম্প্রতি তিনি জানান, এক মাস ব্যাট ছুঁয়েও দেখেননি।
গত জুলাইয়ে ইংল্যান্ড সফরের পর তাকে বিশ্রাম দেওয়া হয়। মাঝে খেলেননি ওয়েস্ট ইন্ডিজ ও জিম্বাবুয়ে সফরে। বিশ্রাম কাটিয়ে কোহলি ক্রিকেটে ফিরেছেন এশিয়া কাপে পাকিস্তানের বিপক্ষে ম্যাচ দিয়ে। গত রোববার চিরপ্রতিদ্বন্দ্বীদের বিপক্ষে রান তাড়ায় ৩৪ বলে ১ ছক্কা ও ৩ চারে ৩৫ রান করেন তিনি।
হার্দিক পান্ডিয়ার অলরাউন্ড নৈপুণ্যে ম্যাচটি ভারত জিতে যায় ৫ উইকেটে।
ফেরার ম্যাচে শূন্য রানেই অবশ্য ফিরতে পারতেন কোহলি। নাসিম শাহর বলে স্লিপে তার ক্যাচ নিতে পারেননি ফখর জামান। জীবন পেয়ে দারুণ কিছু শট খেলেন তিনি। যা নজর এড়ায়নি কপিলের। ভারতের সাবেক অধিনায়ক এএনআইকে দেওয়া সাক্ষাৎকারে বললেন, এখন পর্যন্ত তার কাছে ভালোই লাগছে কোহলির ব্যাটিং।
“তাকে ছন্দে ফিরতে দেখে ভালো লাগছে। কয়েকটি শট আমি দেখেছি, সত্যিই তাকে দাপুটে মনে হয়েছে। আমি চাই, শট নির্বাচনে সে যেন আরও নিশ্চিত হয়। সে ফিরছে, এখন পর্যন্ত তাকে ভালোই মনে হচ্ছে। প্রথম ওভারে সে ভাগ্যবান ছিল যখন তার ক্যাচ পড়েছে। কেবল আজকে না, গত ১০ বছর ধরেই তার মনোভাব আমার ভালো লাগে। এটাই অন্যদের থেকে তাকে বড় ক্রিকেটার বানিয়েছে।”
দলে কোহলির জায়গা নিয়ে যারা প্রশ্ন তুলেছিলেন, তাদের মধ্যে একজন কপিল। সাবেক এই অলরাউন্ডারের মতে, স্রেফ একটি বড় ইনিংসই স্বরূপে ফেরাবে কোহলিকে।
“এটা অন্য যেকোনো কিছুর চেয়ে বড় ব্যাপার। একজন ক্রিকেটার প্রতি ম্যাচে যেমন রান পাবে না, তেমনি শূন্যও করবে না। আমার মনে হয়, তার যে সামর্থ্য ও প্রতিভা, ফর্মে ফিরতে খুব বেশি সময় লাগার কথা নয়। স্রেফ একটা বড় ইনিংসের অপেক্ষা, এরপরই সে ঘুরে দাঁড়াবে। এ বিষয়ে আমার কোনো সন্দেহ নেই।”
এশিয়া কাপে গ্রুপ পর্বে নিজেদের দ্বিতীয় ম্যাচে হংকংয়ের বিপক্ষে বুধবার মাঠে নামবে ভারত।