Published : 14 Oct 2023, 09:44 PM
দুই ম্যাচের দুটিতেই হেরে বিশ্বকাপের শুরুটা হয়েছে ভীষণ বাজে। এবার আরেকটি বড় ধাক্কা খেল শ্রীলঙ্কা। ঊরুর চোটে পুরো বিশ্বকাপ থেকেই ছিটকে গেলেন দলটির অধিনায়ক দাসুন শানাকা।
গত মঙ্গলবার পাকিস্তানের বিপক্ষে ৬ উইকেটে হারের দিনে ডান ঊরুরু পেশিতে চোট পান শানাকা। ৩২ বছর বয়সী এই অলরাউনডারের সেরে উঠতে তিন সপ্তাহ সময় লাগবে।
আইসিসির ওয়েবসাইটে শানাকার চোটের বিষয়টি নিশ্চিত করা হয়েছে। একই বিবৃতিতে জানানো হয়েছে, তার বদলি হিসেবে চামিকা করুনারাত্নেকে দলে নেওয়ার বিষয়টির অনুমোদন দিয়েছে আইসিসি।
দক্ষিণ আফ্রিকার বিপক্ষে ১০২ রানে হেরে আসর শুরুর পর পাকিস্তানের বিপক্ষে ৩৪৪ রান করেও হেরে যায় শ্রীলঙ্কা। ১০ দলের বিশ্বকাপে পয়েন্ট টেবিলে এখন সাত নম্বরে আছে তারা।
নিজেদের পরের ম্যাচে লক্ষ্ণৌতে আগামী সোমবার অস্ট্রেলিয়ার মুখোমুখি হবে ১৯৯৬ আসরের চ্যাম্পিয়ন শ্রীলঙ্কা।