Published : 29 Oct 2023, 06:17 PM
জাতীয় ক্রিকেট লিগের তৃতীয় রাউন্ডে এসে প্রথম জয়ের দেখা পেল সিলেট বিভাগ। গত আসরের চ্যাম্পিয়ন রংপুরকে তারা হারাল ইনিংস ও ২৬ রানে।
খুলনার শেখ আবু নাসের ক্রিকেট স্টেডিয়ামে প্রথম স্তরের ম্যাচে প্রথম ইনিংসে ৪১৫ রান করে সিলেট। জবাবে প্রথম ইনিংসে রংপুর গুটিয়ে যায় ১৫৯ রানে। ২৫৬ রানের লিড পেয়ে তাদের ফলো-অন করায় সিলেট।
দ্বিতীয়বারেও ব্যাটিং ব্যর্থতা থেকে বের হতে পারেনি রংপুর। ২৩০ রানে অলআউট হয়ে ইনিংস ব্যবধানে হেরে মাঠ ছাড়ে তারা।
একমাত্র ইনিংসে ১৬০ রানের ইনিংস খেলে ম্যাচ সেরার পুরস্কার জিতেছেন সিলেটের হয়ে খেলা অভিজ্ঞ ব্যাটসম্যান শামসুর রহমান।
দ্বিতীয় ইনিংসে ৩ উইকেট নিয়ে প্রথম শ্রেণির ক্যারিয়ারে ৩০০ উইকেটের মাইলফলক স্পর্শ করেছেন একই দলের পেসার আবু জায়েদ রাহী। প্রায় ১৩ বছরের ক্যারিয়ারে ১২ বার ৫ উইকেট পেয়েছেন তিনি।
ম্যাচের শেষ দিন ইনিংস ব্যবধানে জয়ের জন্য ৩ উইকেট প্রয়োজন ছিল সিলেটের। আব্দুল গাফফার, নিহাদউজ্জামান কিছুটা প্রতিরোধ গড়লেও ইনিংস পরাজয় এড়াতে পারেননি।
তিন ম্যাচে সিলেটের প্রথম জয় এটি। সমান ম্যাচে রংপুরের জয়ও একটি। আপাতত টেবিলের তলানিতে রয়েছে তারা। সিলেটের অবস্থান তিন নম্বরে।
সংক্ষিপ্ত স্কোর:
সিলেট ১ম ইনিংস: ৪১৫
রংপুর ১ম ইনিংস: ১৫৯
রংপুর ২য় ইনিংস: (ফলো অন) (আগের দিন ১৬৬/৭) ৮৩ ওভারে ২৩০ (তানবীর ৩৩, নিহাদউজ্জামান ১৯, আব্দুল গাফফার ২৯*, গালিব ১; খালেদ ১১-১-২৮-১, আবু জায়েদ ১৩-২-৪৮-৩, রাজা ১২-০-৪২-২, নাবিল ২৯-৯-৪৭-২, রাহাতুল ১৫-১-৪৪-১, শামসুর ২-০-৫-০, তৌফিক ১-০-২-১)
ফল: সিলেট বিভাগ ইনিংস ও ২৬ রানে জয়ী
ম্যান অব দা ম্যাচঃ শামসুর রহমান শুভ
কক্সবাজারে ড্র ঢাকা-ঢাকা মেট্রো লড়াই
কক্সবাজারের শেখ কামাল আন্তর্জাতিক ক্রিকেট স্টেডিয়ামে প্রথম স্তরে ঢাকা ও ঢাকা মেট্রোর অন্য ম্যাচে তিন দিন ভেসে যাওয়ার পর চতুর্থ দিন মাঠে গড়িয়েছে খেলা। দুই দলই নিজেদের প্রথম ইনিংসে ২০ ওভার করে ব্যাটিং করে।
ঝড়ো ব্যাটিংয়ে ২০ ওভারে ১ উইকেটে ১৩৩ রান করে ঢাকা। ১১ চার ২ ছক্কায় ৫৯ বলে ৭৭ রান করে আউট হন রনি। আব্দুল মজিদের ব্যাট থেকে আসে ৪ চার ও ২ ছয়ে ৬২ বলে ৫৫ রান।
পরে ঢাকা মেট্রো ২০ ওভারে ৪ উইকেট হারিয়ে করতে পারে স্রেফ ৪৯ রান। এরপর ড্র মেনে নেয় দুই দল।
তিন ম্যাচে দুই জয় ও এক ড্রয়ে টেবিলের শীর্ষস্থান অক্ষুণ্ণ রইল ঢাকার। সমান ম্যাচে একটি করে ড্র ও জয়ে দুই নম্বরে ঢাকা মেট্রো।
সংক্ষিপ্ত স্কোর:
ঢাকা ১ম ইনিংস: ২০ ওভারে ১৩৩/১ (ডি.) (মজিদ ৫৫*, রনি ৭৭; কাজি অনিক ৫-০-১৬-১, আসিফ ৫-১-৩৪-০, আমিনুল ৫-০-২৯-০, আনিসুল ২-০-২৭-০, ইফতেখার ৩-০-২৭-০)
ঢাকা মেট্রো ১ম ইনিংস: ২০ ওভারে ৪৯/৪ (নাঈম ৪*, সাদমান ৯, জাহিদুজ্জামান ১৬, আমিনুল ২, আনিসুল ৯*, নাঈম ইসলাম ০*; তৌফিক ৫-১-২০-১, শাকিল ২-০-৪-০, সুমন ৫-০-১৩-২, শুভাগত ৪-২-৫-০, নাজমুল ৩-২-২-১, তাইবুল ১-০-১-০)
ফল: ড্র
ম্যান অব দা ম্যাচ: রনি তালুকদার
সিলেটে চট্টগ্রামের সহজ জয়
ছোট লক্ষ্যে প্রথম ওভারেই ড্রেসিং রুমে ফিরলেন পিনাক ঘোষ। তবে আর বিপদ ঘটতে দিলেন না পারভেজ হোসেন, সৈকত আলি। অনায়াস জয়ে মাঠ ছাড়লেন দুজন।
সিলেট আন্তর্জাতিক ক্রিকেট স্টেডিয়ামের দুই নম্বর মাঠে দ্বিতীয় স্তরের ম্যাচে রাজশাহীকে ৯ উইকেটে হারিয়েছে চট্টগ্রাম। ৫৫ রানের লক্ষ্য স্রেফ ১০ ওভারেই ছুঁয়ে ফেলেছে তারা।
পারভেজ ৩ চার ও ২ ছক্কায় ২৮ বলে ২৭, সৈকত ৪ চারে করেন ৩২ বলে ২৮ রান।
দুই ইনিংস মিলে ৭ উইকেট নেওয়া নাঈম হাসান পেয়েছেন ম্যাচ সেরার পুরস্কার।
তিন ম্যাচে চট্টগ্রামের দ্বিতীয় জয় এটি। পয়েন্ট টেবিলের দুই নম্বরে আছে তারা।
সংক্ষিপ্ত স্কোর:
রাজশাহী ১ম ইনিংস: ৩০৯
চট্টগ্রাম ১ম ইনিংস: ৪৩৭
রাজশাহী ২য় ইনিংস: ১৮২
চট্টগ্রাম ২য় ইনিংস: (লক্ষ্য ৫৫ রান) ১০ ওভারে ৫৭/১ (পিনাক ০, পারভেজ ২৭*, সৈকত ২৮*; মোহর ২-০-১৯-১, আসাদুজ্জামান ৪-১-৯-০, সাব্বির ১-০-৯-০, আশিক ২-০-১১-০, মিজানুর ১-০-৯-০)
ফল: চট্টগ্রাম বিভাগ ৯ উইকেটে জয়ী
ম্যান অব দা ম্যাচ: নাঈম হাসান