Published : 24 Aug 2024, 02:01 PM
চট্টগ্রামের বোয়ালখালীতে ধানক্ষেত থেকে অজ্ঞাতনামা এক ব্যক্তির লাশ উদ্ধার করেছে পুলিশ।
শনিবার ভোরে বোয়ালখালী উপজেলার হোড়ারবাগ এলাকার একটি স্কুলের পেছন থেকে লাশটি উদ্ধার করা হয়।
বোয়ালখালী থানার এসআই ফররুখ আহমদ মিনহাজ বলেন, “শাকপুরা স্কুলের পেছনের ধানক্ষেতে লাশটি দেখতে পেয়ে স্থানীয় লোকজন আমাদের খবর দিলে সকালে লাশটি উদ্ধার করা হয়।
“অজ্ঞাত ওই লাশের গলায় ওড়না পেচানো এবং মুখ বিকৃত অবস্থায় ছিল।”
এছাড়া মুখমণ্ডল কালি মাখানো ছিল জানিয়ে পুলিশ কর্মকর্তা মিনহাজ বলেন, “লাশটির পরিচয় শনাক্তের চেষ্টা চলছে। ময়নাতদন্তের জন্য মৃতদেহটি চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালের মর্গে পাঠানো হয়েছে।”