Published : 23 May 2025, 07:09 PM
দেশের বড় বড় রাজনৈতিক দলগুলো মুহাম্মদ ইউনূসকে ‘ঠিকভাবে রাষ্ট্র পরিচালনা করতে দিচ্ছে না’ বলে অভিযোগ করা হয়েছে চট্টগ্রামে জুলাই ঐক্যের এক সমাবেশ থেকে।
‘জুলাই ঐক্য বিনষ্টের ষড়যন্ত্র এবং ভারতীয় আধিপত্যবাদের বিরুদ্ধে’ বিক্ষোভ মিছিল ও সমাবেশের এই কর্মসূচি পালন করে ‘জুলাই ঐক্য, চট্টগ্রাম’।
শুক্রবার দুপুরে জুমার নামাজের পর আন্দরকিল্লা শাহী জামে মসজিদ প্রাঙ্গণ থেকে বিক্ষোভ মিছিল শুরু হয়। মিছিলটি নগরীর চেরাগী পাহাড় মোড় হয়ে প্রেস ক্লাব প্রাঙ্গণে শেষ হয়। সেখানে সংক্ষিপ্ত সমাবেশে বক্তব্য দেন জুলাই ঐক্যের নেতারা।
সমাবেশে বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলন চট্টগ্রাম মহানগরের মুখ্য সংগঠক তাওসিফ ইমরোজ বলেন, “অনেকেই পুনরায় ভারতের গোলামি করছে। ভারতের গোলামি করে ভারতের প্রেসক্রিপশনে বাংলাদেশ পরিচালনার চেষ্টা করছে। ভারতের পক্ষে যেই কথা বলুক, সে যদি কোনো বাংলাদেশিও হয়, তার বিরুদ্ধে লড়াই করব।
“১৪০০ শহীদের রক্তের উপর যে মানুষকে আমরা এই দায়িত্ব দিয়েছি, সেই মানুষকে আমরা ঠিকঠাক কাজ করতে দিচ্ছি না। দেশের বড় বড় রাজনৈতিক দলগুলো তাদের নিজেদের রাজনৈতিক স্বার্থ হাসিলের জন্য ড. ইউনূসকে ঠিকভাবে রাষ্ট্র পরিচালনা করতে দিচ্ছে না।”
তাওসিফ ইমরোজ বলেন, “আপনাদের সবাইকে হুঁশিয়ার করে দিতে চাই, জুলাই গণঅভুত্থ্যান কোনোভাবে ব্যাহত হতে দেব না। যারা ক্ষমতায় যাওয়ার জন্য পাগল হয়ে আছে, তাদের বলতে চাই, আপনারা তাদেরই দাসত্ব করছেন, যারা আওয়ামী লীগের দাসত্ব করে।
“আপনারা এখনো সেসকল লোকের কথাই শুনছেন, যারা এখনো আওয়ামী লীগের কথা শোনে, হাসিনার কথা শোনে। যতদিন জুলাই বিপ্লবীরা বেঁচে আছে, ততদিন জুলাইকে ধ্বংস করা যাবে না।”
যখনই দেশে ষড়যন্ত্র হবে এবং জুলাইকে মুছে ফেলার চেষ্টা হবে, আবার মাঠে নেমে আসার প্রত্যয় জানিয়ে তাওসিফ ইমরোজ বলেন, “নব্বইয়ের মত ২০২৪ কে ইতিহাস থেকে মুছে ফেলা যাবে না।
“যে ষড়যন্ত্র চলছে, তা জুলাইয়ের ঘোষণাপত্র না দেওয়ার, তা আওয়ামী লীগকে আরেকবার ফিরিয়ে আনার। এই ষড়যন্ত্র জুলাই হত্যাকাণ্ডের বিচার না করার। আবারও দেশকে আওয়ামী লীগের হাতে তুলে দেয়ার ষড়যন্ত্র।”
জুলাই ঐক্য চট্টগ্রামের প্রধান সমন্বয়কারী আবরার হাসান রিয়াদ বলেন, “দুই হাজার শহীদের রক্তে গড়া বিপ্লবকে পরিকল্পিতভাবে ধ্বংস করার জন্য দেশ এবং দেশের বাইরে থেকে নানা রকম ষড়যন্ত্র তৈরি হচ্ছে। ভারতের ইন্ধনে, র এর পরিকল্পনায় জুলাই বিপ্লবের পক্ষের শক্তিগুলোকে স্যাবোটাজ করার জন্য একটি পক্ষ কাজ করে যাচ্ছে।
“যদি জুলাইকে ব্যর্থ করার চেষ্টা করা হয়, তাহলে বাংলার ছাত্র সমাজ আর ঘরে বসে থাকবে না। তাহলে জুলাইয়ের মত আবার রাজপথকে উত্তপ্ত করবে। নির্ধারিত কার্যদিবসের মধ্যে জুলাই ঘোষণাপত্র ঘোষণা করতে হবে।”
রিয়াদ বলেন, “ভারতের পরিকল্পনায় আওয়ামী লীগকে কোনোভাবে যদি দেশের রাজনীতিতে পুনরায় আনতে চান, আমরা আবার চব্বিশের বিপ্লবের মত আরেক বিপ্লব ঘটাব। জুলাইয়ের গাদ্দারদেরকে আমরা মসনদ ছাড়া করব ইনশাল্লাহ।”
অন্যদের মধ্যে বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলন চট্টগ্রাম মহানগরের জ্যেষ্ঠ যুগ্ম আহ্বায়ক ইবনে হোসাইন, যুগ্ম সদস্যসচিব রাশেদুল আলম, জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) কেন্দ্রীয় কমিটির সদস্য জুবাইরুল আলম সমাবেশে বক্তব্য দেন।