Published : 24 Aug 2022, 11:50 PM
চট্টগ্রামের বোয়ালখালীতে ঘরের ফটকে চাপা পড়ে এক শিশুর মৃত্যু হয়েছে।
বুধবার রাতে পৌরসভার পশ্চিম গোমদণ্ডী ৯ নম্বর ওয়ার্ডে এ ঘটনা ঘটে বলে হাসপাতাল সূত্রে জানা গেছে।
নিহত তাছিরা আক্তার (২) ওই এলাকার রোকন উদ্দিনের মেয়ে।
উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের উপ-সহকারী কমিউনিটি মেডিকেল অফিসার সঞ্জয় সেন বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে জানান, রাত সাড়ে নয়টার দিকে রক্তাক্ত অবস্থায় তাছিরাকে স্বাস্থ্য কমপ্লেক্সে আনা হয়। তার মাথা, নাক, মুখে রক্ত ক্ষরণ হচ্ছিল। এ সময় চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।
পরিবারের সদস্যদের বরাতে সঞ্জয় বলেন, “ঘরে খেলার সময় হঠাৎ করে লোহার গেইট ধসে পড়ে তার ওপর।”