Published : 25 Sep 2024, 09:11 PM
চট্টগ্রামের পাহাড়তলি বাজারে অভিযান চালিয়ে ৪০০ কেজি পলিথিন জব্দ করে জেলা প্রশাসন।
বুধবার নগরীর ডবলমুরিং থানার পাহাড়তলি বাজারে জেলা প্রশাসনের নেতৃত্বে পরিবেশ অধিদপ্তর ও পুলিশের সহযোগিতায় এই অভিযান পরিচালিত হয়।
অভিযান পরিচালনাকারী জেলা প্রশাসনের নির্বাহী ম্যাজিস্ট্রেট ও কাট্টলী সার্কেলের সহকারী কমিশনার (ভূমি) আরাফাত সিদ্দিকী বলেন, “অভিযানে মো. শাহাদাত হোসেন ও আব্দুল কাদের নামের দুজনের সন্ধান পাই যারা নিষিদ্ধ পলিথিন মজুদ ও বিক্রি করছিলেন।”
তিনি বলেন, পরিবেশ সংরক্ষণ আইন, ১৯৯৫ (সংশোধিত ২০১০) এর ৬(ক) ধারার অপরাধ করায় একই আইনের ১৫(১) ধারায় মো. শাহাদত হোসেনকে ৫ হাজার টাকা ও আব্দুল কাদেরকে ২০ হাজার টাকা জরিমানা করে ভ্রাম্যমান আদালত।
এসময় দুটি দোকান থেকে প্রায় ৪০০ কেজি নিষিদ্ধ পলিথিন জব্দ করে।
জব্দ করা এসব পলিথিন জব্দের বিষয়টি বিধি মোতাবেক নিষ্পত্তির জন্য পরিবেশ অধিদপ্তরের দায়িত্বপ্রাপ্ত কর্মকর্তাকে নির্দেশ দেয়া হয়েছে বলে জেলা প্রশাসনের এক সংবাদ বিজ্ঞপ্তিতে জানানো হয়।
এছাড়া একই ভ্রাম্যমান আদালত পাহাড়তলী বাজারে দ্রব্যমূল্য তদারকি করে।
এসময় নিত্য প্রয়োজনীয় পণ্যের মূল তালিকা সংরক্ষণ না করায় আলমগীর নামের এক মুদি দোকানিকে ভোক্তা অধিকার সংরক্ষণ আইন, ২০০৯ এর আওতায় ২০ হাজার টাকা জরিমানা করা হয়।