Published : 01 Jul 2025, 11:50 PM
চট্টগ্রাম মেডিকেল বিশ্ববিদ্যালয়ের পাঁচ কর্মকর্তাকে অব্যাহতি দেওয়া হয়েছে, যাদের মধ্যে আওয়ামী লীগ সরকারের সময়ের দুই মন্ত্রীর ছেলে ও বোন রয়েছেন।
উপাচার্য ওমর ফারুক ইউসুফ সোমবার অব্যাহতির নোটিশ দেন; পরদিন মঙ্গলবার চিঠি পান অব্যাহতিপ্রাপ্তরা।
চাকরিচ্যুতরা হলেন- বিশ্ববিদ্যালয়টির সহকারী রেজিস্ট্রার মাহিদ বিন আমীন, উপ-কলেজ পরিদর্শক আইরিন সুলতানা, ভারপ্রাপ্ত রেজিস্ট্রার হাসিনা নাসরিন, সহকারী রেজিস্ট্রার এ এম শাহাদাত হোসাইন ও সহকারী পরীক্ষা নিয়ন্ত্রক আবু মোহাম্মদ মাসুদ।
এদের মধ্যে মাহিদ বিন আমীন চট্টগ্রাম মহানগর আওয়ামী লীগের নেতা এবং সাবেক মন্ত্রী প্রয়াত আফসারুল আমীনের ছেলে। আর আইরিন সুলতানা সাবেকমন্ত্রী হাছান মাহমুদের ছোট বোন।
তাদের অভিযোগ, কোনো কারণ দর্শানোর নোটিস ছাড়াই তাদের অব্যাহতি দেওয়া হয়েছে।
মাহিদ বিন আমীন বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, “কারণ ছাড়াই আমাদের চাকরিচ্যুত করা হয়েছে। আমি সোমবারও চাকরি করেছি। কী কারণে অব্যাহতি দিয়েছে সেটাও জানি না।
“সোমবার মেইল দিয়ে বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ অব্যাহতির বিষয়টি জানিয়েছে। আমি নিয়োগ পরীক্ষা নিয়ে নিয়ম মেনে চাকরিতে নিয়োগ পেয়েছি। কিন্তু প্রতিহিংসামূলকভাবে অব্যাহতি দিয়েছে বলে মনে করছি।”
অব্যাহতির নোটিশে বলা হয়েছে, “…কর্মকর্তা নিয়োগ ও পদোন্নয়ন সংবিধি ২০২২ এর ধারা ১৪ এর ২৪ উপধারা অনুযায়ী চাকরি থেকে অব্যাহতি দেওয়া হল। ১ জুলাই থেকে এ আদেশ কার্যকর হবে।”
এ বিষয়ে চট্টগ্রাম মেডিকেল বিশ্ববিদ্যালয়ের উপাচার্য ওমর ফারুক ইউসুফের মোবাইল ফোনে কল দিলে তিনি ধরেননি।