Published : 30 Apr 2025, 06:19 PM
চট্টগ্রামে ‘অজ্ঞাত ব্যক্তিদের’ ধাওয়া থেকে এক ব্যক্তিকে হেফাজতে নেওয়ার পর তার কাছে ১৪টি সোনার বার পেয়েছে পুলিশ।
নুরুল ইসলাম চৌধুরী (৬৩) নামের ওই ব্যক্তিকে নগরীর বিআরটিসি ফলমণ্ডি এলাকা থেকে মঙ্গলবার রাতে হেফাজতে নিয়েছিল পুলিশ।
হাটহাজারী উপজেলার বাসিন্দা নুরুল ইসলামের বিরুদ্ধে পরে পুলিশ বিশেষ ক্ষমতা আইনে মামলা করেছে।
কোতোয়ালী থানার ওসি আব্দুল করিমের ভাষ্য, মঙ্গলবার রাতে ‘কিছু লোক’ স্টেশন রোডে নুরুল ইসলামকে ধাওয়া করে। এসময় তিনি দৌড়ে ফলমণ্ডি বসুধা মার্কেটের দিকে চলে যান। তার কাছে সোনার বার রয়েছে এমন তথ্য পেয়েই লোকগুলো ধাওয়া করেছিল।
ওসি বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, “রাস্তায় কোতোয়ালী থানার টহল দলের সদস্যরা ধাওয়ার বিষয়টি জানতে পেরে বসুধা মার্কেট থেকে নুরুল ইসলামকে হেফাজতে নেন। এসময় তার কাছে ১৪টি সোনার বার পাওয়া যায়।”
“সোনার বিষয়ে জানতে চাইলে তিনি অসংলগ্ন কথাবার্তা বলতে থাকেন। তার কাছে কাগজপত্র চাইলে তিনি তা দেখাতে পারেননি।”