Published : 14 Aug 2024, 07:51 PM
ব্যাপক গণআন্দোলনে প্রধানমন্ত্রী শেখ হাসিনার পতনের দিন ঢাকায় সংঘর্ষের মধ্যে নিহত কিশোর ইশনামের বড় ভাইকে চাকরি দিয়েছে চট্টগ্রাম জেলা প্রশাসন।
বুধবার ইশনামের ভাই মুহিবুল হকের হাতে চট্টগ্রাম চিড়িয়াখানায় অফিস সহায়ক পদের নিয়োগপত্র তুলে দেন জেলা প্রশাসক আবুল বাশার মো. ফখরুজ্জামান।
এর আগে সোমবার চট্টগ্রামের লোহাগাড়া উপজেলায় ইশনামের বাড়িতে যান জেলা প্রশাসক ও বৈষম্যবিরোধী আন্দোলনের সমন্বয়ককরা। তার পরিবারকে আর্থিক সহায়তা ও যোগ্যতা অনুযায়ী একজনকে চাকরি দেওয়ার আশ্বাস দেন জেলা প্রশাসক।
চট্টগ্রামের লোহাগড়ায় বাড়ি হলেও ঢাকায় একটি দোকানে চাকরি করতেন কিশোর ইশনাম। গত ৫ অগাস্ট ঢাকায় তুমুল গণআন্দোলনের সময় চানখাঁরপুলে সংঘর্ষের মধ্যে গুলিবিদ্ধ হয়েছিল সে। ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় ৭ অগাস্ট তার মৃত্যু হয়।
মুহিবুল হক বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, তিন ভাইয়ের মধ্যে ইশনাম মেঝ, আর ছোট ভাই গ্রামের একটি মাদ্রাসায় পড়াশোনা করে। আট বছর আগে বাবা মারা যাওয়ায় তিনি চাকরি নেন আমিরাবাদ এলাকার একটি গ্যাসের চুলা বিক্রির দোকানে।
পরিবারে আর্থিক স্বচ্ছলতা না থাকায় ইশনাম মাস ছয়েক আগে ঢাকায় চাকরি নিয়েছিল জানিয়ে তিনি বলেন, “চকবাজারে একটি কসমেটিকসের দোকানে চাকরি নিয়েছিল ইশনাম। ৫ অগাস্ট চানখাঁরপুল এলাকায় সংঘর্ষে গুলিবিদ্ধ হয়। দুদিন পর হাসপাতালে মারা যায়।”
আর্থিক সহায়তা ও চাকরি পাওয়ায় চট্টগ্রাম জেলা প্রশাসনের প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করেন মুহিবুল হক।
তিনি বলেন, “সোমবার জেলা প্রশাসক আমাদের বাড়িতে এসে চাকরির আশ্বাস দিয়েছিলেন। এর দুই দিনের মধ্যেই চাকরি দিয়েছেন। তার প্রতি কৃতজ্ঞতা।”