Published : 20 Oct 2022, 08:57 PM
চট্টগ্রামের বোয়ালখালীতে কবিয়ালের লাশ উদ্ধারের ঘটনায় দুজনকে গ্রেপ্তার করার কথা জানিয়েছে পুলিশ।
উপজেলার বেঙ্গুরা স্টেশন এলাকা থেকে বুধবার রাতে তাদের গ্রেপ্তার করা হয় বলে জানিয়েছেন বোয়ালখালী থানার ওসি আব্দুর রাজ্জাক।
গ্রেপ্তার দুজন হলেন- তপন চৌধুরী গনেশ (৩৮) ও রাজীব চৌধুরী রাজন (৪০)। তাদের বাড়ি সারোয়াতলী ইউনিয়নে।
ওসি আব্দুর রাজ্জাক জানান, সরকার কমল দাশের লাশ উদ্ধারের ঘটনায় তার ছেলে বাদী হয়ে চার জনের নাম উল্লেখ করে মামলা করেছেন। তাদের মধ্যে দুজনকে গ্রেপ্তার করা হয়েছে।
“গ্রেপ্তার দুজন প্রাথমিক জিজ্ঞাসাবাদে কমল দাশকে হত্যার কথা স্বীকার করেছে। বৃহস্পতিবার হত্যাকাণ্ডের দায় স্বীকার করে চট্টগ্রাম জুডিসিয়াল ম্যাজিস্ট্রেট আদালতে ১৬৪ ধারায় জবানবন্দি দিয়েছেন।”
দুই দিন ধরে নিখোঁজ থাকার পর বুধবার সন্ধ্যায় উপজেলার সারোয়াতলী ইউনিয়নের ধনার দোকান এলাকার একটি বিল থেকে উদ্ধার করা সরকার কমল দাশের (৬৬)। তিনি বিভিন্ন স্থানে পুঁথিপাঠ ও কবি গান করতেন; স্থানীয়ভোবে তিনি কবিয়াল সরকার কমল নামে পরিচিত ছিলেন।
কমল দাশ নিখোঁজের ঘটনায় তার ছেলে অন্তর দাশ পক্ষ থেকে সোমবার বোয়ালখালী থানায় সাধারণ ডায়েরি করেছিলেন।
বুধবার রাতে লাশ উদ্ধারের পর অন্তর বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেছিলেন, গত ১৬ অক্টোবর ইমামুল্ল্যার চর নিজ বাড়ি থেকে হাঁটতে বের হয়ে বাড়িতে ফেরেননি কমল দাশ। পাশাপাশি তার মোবাইল ফোনও বন্ধ পাওয়া যায়। দুই দিন ধরে তাকে কোথাও খুঁজে না পেয়ে ১৭ অক্টোবর সাধারণ ডায়েরি করেছিলাম।
চট্টগ্রামে নিখোঁজ কবিয়ালের লাশ উদ্ধার, পরিবারের দাবি ‘হত্যা’