Published : 25 Jun 2025, 02:55 PM
চট্টগ্রাম বন্দর ব্যবস্থাপনায় বিদেশি কোম্পানিকে যুক্ত করা এবং রাখাইনের জন্য মানবিক করিডোরের উদ্যোগ বন্ধের দাবিতে ঢাকা-চট্টগ্রাম রোডমার্চ সফল করার আহ্বান জানিয়েছেন চট্টগ্রামের বিভিন্ন বাম সংগঠনের নেতারা।
বুধবার নগরীর চেরাগী পাহাড়ে ‘সাম্রাজ্যবাদবিরোধী দেশপ্রেমিক জনগণ’ ব্যানারে সংবাদ সম্মেলন করে তারা রোডমার্চ সফল করার আহ্বান জানান।
শুক্রবার ঢাকা থেকে শুরু হতে যাওয়া এ রোডমার্চ পরদিন চট্টগ্রামে সমাবেশের মাধ্যমে শেষ হওয়ার কথা রয়েছে।
সংবাদ সম্মেলনের লিখিত বক্তব্যে চট্টগ্রাম জেলা কমিউনিস্ট পার্টির ভারপ্রাপ্ত সাধারণ সম্পাদক নূরুচ্ছাফা ভূঁইয়া বলেন, “সক্ষমতার বেশি কন্টেইনার হ্যান্ডেলিং করে প্রমাণ করেছে চট্টগ্রাম বন্দরের নিউমুরিং কন্টেইনার টার্মিনাল একটি আধুনিক টার্মিনাল। কিন্তু ২০২৪ সালে তৎকালীন আওয়ামী লীগ সরকার সেটিকে আরব আমিরাতের প্রতিষ্ঠান ডিপি ওয়ার্ল্ডের সাথে লিজ চুক্তির আলোচনা শুরু করে।“
অন্তর্বর্তী সরকারের সমালোচনা করে নূরুচ্ছাফা ভূঁইয়া বলেন, “স্বৈরাচারী আওয়ামী লীগ সরকার যা বাস্তবায়ন করতে পারেনি, বর্তমান অন্তবর্তীকালীন সরকারের প্রধান মুহাম্মদ ইউনূস বিদেশি বিনোয়োগের কথা বলে আওয়ামী লীগের সেই দেশবিরোধী চুক্তি বাস্তবায়ন করার নতুন প্রক্রিয়া শুরু করেছেন।”
তিনি বলেন, রাষ্ট্রীয়ভাবে হাজার কোটি টাকা খরচ করে স্বয়ংসম্পূর্ণ নিউমুরিং কন্টেইনার টার্মিনাল নতুন করে কোন বিনিয়োগের সুযোগ নেই। এবং এটি ‘সাম্রজ্যবাদ বিরোধী চক্রান্তের অংশ’ বলেও তারা মনে করেন।
লিখিত বক্তব্যে নুরুচ্ছাফা আরও বলেন, রাখায়ইনের কথিত মানবিক করিডোর বা ত্রাণ চ্যানেল দেয়ার ঘোষণা দেওয়া হয়েছে।
“এ ধরনের করিডোর দেওয়ার সিদ্ধান্ত বাংলাদেশকে মিয়ানমারের জান্তা সরকারের সাথে যুদ্ধে ঠেলে দেয়ার মত ভূ রাজনৈতিক চক্রান্ত।“
এ ধরনের আত্মঘাতী সিদ্ধান্ত থেকে সরকারকে বিরত রাখতে রোড মার্চ আয়োজন করা হয়েছে বলে জানিয়েছেন তিনি।
সংবাদ সম্মেলনে বাংলাদেশের কমিউনিস্ট পার্টি, চট্টগ্রাম জেলার সভাপতি আশোক সাহা বলেন, এ সরকার কোন স্থায়ী সরকার না।
“জাতীয় কিংবা রাষ্ট্রীয় কোনো বিষয়ে অগ্রসর হতে হলে এ ধরনের অস্থায়ী সরকার কোনো মৌলিক সিদ্ধান্ত নিতে পারে কি না সেটা ভাবার বিষয়।“
ভূ-রাজনীতি নানা ধরনের জটিলতায় পড়ে গেছে বলে মন্তব্য করেছেন সিপিবি নেতা অশোক ।
তিনি বলেন, “কখন বাংলাদেশ কোন জটিলতায় পড়ে যায়, কোন যুদ্ধ পরিস্থিতির সাথে বাংলাদেশ জড়িয়ে যায় কিনা এসব প্রশ্ন দেখা দিয়েছে।“
অশোকর ভাষ্য, বন্দর পরিচালনার দায়িত্ব বিদেশিদের হাতে দেওয়া এবং রাখাইনের কথিত মানবিক করিডোর এসব বিষয়ে সিদ্ধান্ত নিতে হবে জনগণের প্রতিনিধিদের।
“জনগণ যাদের ম্যান্ডেট দিবে তারাই জনগণের হয়ে এধরনের কাজ করা উচিত।“
তার ভাষ্য, “বড় বড় অনেক প্রতিষ্ঠান পৃথিবীর বিভিন্ন দেশে গেছে, কিন্তু সে দেশের কোন লাভ হয়নি। শেষ বিচারে ক্ষতিই করেছে।“
সংবাদ সম্মেলনে জানানো হয়েছে, শুক্রবার ঢাকা থেকে শুরু হওয়া এ রোড মার্চ কুমিল্লা ও ফেনীতে সমাবেশ করবে।
পরদিন চট্টগ্রামের মিরসরাই, সীতাকুণ্ডে পথসভা করে বিকালে নগরীর বারিক বিল্ডিং মোড়ে গণজমায়েত করবে। সেখান থেকে বন্দর ভবন অভিমুখে যাত্রা শুরু করবে।
সংবাদ সম্মেলনে অন্যান্যদের মধ্যে উপস্থিত ছিলেন, বাসদ নেতা আল কাদেরী জয়, বাসদ (মার্কসবাদী) চট্টগ্রামের সমন্বয়ক শফিউদ্দিন কবির আবিদ, গণমুক্তি ইউনিয়নের রাজা মিয়া, বাংলাদেশ সাম্যবাদী আন্দোলনের শাহীন মঞ্জুরসহ বিভিন্ন নেতারা।