Published : 12 May 2025, 06:20 PM
চট্টগ্রামের বাঁশখালীতে বজ্রপাতে এক কৃষকের মৃত্যু হয়েছে।
সোমবার সকালে উপজেলার শীলকুপ ইউনিয়নের ৯ নম্বর ওয়ার্ডে এ ঘটনা ঘটে।
নিহত ফিরোজ (৪০) ওই এলাকারই বাসিন্দা।
স্থানীয়দের বরাতে, বাঁশখালী থানার এসআই দয়াল চন্দ্র ভৌমিক বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, ফিরোজ সকালে ক্ষেতে কাজ করছিলেন। এসময় বজ্রপাতে ঘটনাস্থলেই মৃত্যু হয় তার।