Published : 20 Aug 2024, 11:50 AM
আট বছর পর চট্টগ্রাম কেন্দ্রীয় কারাগার থেকে জামিনে মুক্তি পেলেন বিএনপি নেতা আসলাম চৌধুরী, যাকে সরকার উৎখাতের ষড়যন্ত্রের অভিযোগে গ্রেপ্তার করা হয়েছিল।
জামিনের কাগজপত্র হাতে পাওয়ার পর মঙ্গলবার সকাল ১০টার দিকে তাকে কারাগার থেকে মুক্তি দেওয়া হয় বলে চট্টগ্রাম কেন্দ্রীয় কারাগারের জ্যেষ্ঠ জেল সুপার মুহাম্মদ মঞ্জুর হোসেন জানান।
বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে তিনি বলেন, “আসলাম চৌধুরীর বিরুদ্ধে বেশ কয়েকটি মামলা ছিল। পর্যায়ক্রমে সেগুলোতে জামিন হয়েছে। সর্বশেষ মামলায় তাকে সোমবার উচ্চ আদালত জামিন দিয়েছেন।”
২০১৬ সালে আসলামের সঙ্গে ইসরায়েলের লিকুদ পার্টির সদস্য মেন্দি এন সাফাদির একটি ছবি গণমাধ্যমে প্রকাশিত হলে তুমুল আলোচনা শুরু হয়। ওই বছরের ১৫ মে ঢাকার ক্ষিলখেত এলাকা থেকে গ্রেপ্তার করা হয় চট্টগ্রাম উত্তর জেলা বিএনপির তৎকালীন আহ্বায়ক আসলামকে।
ইসরায়েলের গোয়েন্দা সংস্থা মোসাদের ‘এজেন্টের সঙ্গে হাত মিলিয়ে বাংলাদেশে সরকার উৎখাতের ষড়যন্ত্রের’ অভিযোগ আনা হয় তার বিরুদ্ধে। পরে একে একে আরও অনেক মামলায় তাকে গ্রেপ্তার দেখানো হয়। পরে একের পর এক মামলা হয় তার নামে।
আসলাম চৌধুরীর আইনজীবী কেএম সাইফুল ইসলাম বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে জানান, “আসলাম চৌধুরীর বিরুদ্ধে ৭৬টি মামলা ছিল। সব মামলায় তিনি জামিন পেয়েছেন।”
তিনি বলেন, “২০১৩ সালের ঢাকার কোতোয়ালি থানার একটি মামলায় আসলাম চৌধুরীর নাম না থাকার পরও তাকে ওই মামলায় গ্রেপ্তার দেখিয়ে কারাগারে আটক রাখা হয়েছিল। সোমবার আপিল বিভাগ রাষ্ট্রপক্ষের আবেদন খারিজ করে তাকে মুক্তির আদেশ দিয়েছেন।”
রাজনৈতিক মামলার পাশাপাশি আসলাম চৌধুরীর বিরুদ্ধে দুদক, বিভিন্ন ব্যাংক ও আর্থিক প্রতিষ্ঠানের অন্তত ২০টি মামলা আছে।
সোমবার জামিন মেলায় মঙ্গলবার সকালে আসলাম চৌধুরী চট্টগ্রাম কেন্দ্রীয় কারাগার থেকে মুক্তি পাবেন, সে খবর আগেই দলীয় নেতাকর্মীদের মধ্যে ছড়িয়ে পড়েছিল।
তাকে স্বাগত জানাতে বৃষ্টি উপেক্ষা করে দলীয় নেতাকর্মীরা সকাল ৯টার আগে থেকে কেন্দ্রীয় কারাগারের সামনে ভিড় করতে থাকেন। ট্রাক, মোটর সাইকেলসহ বিভিন্ন যানবাহন নিয়ে কর্মীরা কারাগারের সামনের সড়কে জড়ো হন।
সকাল ১০টার দিকে আসলাম চৌধুরী কারাগার থেকে বের হওয়ার পরপরই দলীয় কর্মীরা স্লোগান স্লোগানে ফুল দিয়ে তাকে বরণ করে নেন।
গলায় গোলাপ ফুলের মালা পরা আসলাম চৌধুরী ছাদ খোলা গাড়িতে দাঁড়িয়ে দলীয় নেতাকর্মীদের উদ্দেশ্যে হাত নেড়ে শুভেচ্ছার জবাব দেন।
কারাগার থেকে বের হওয়ার পর সামনে পেছনে মোটর সাইকেল, ট্রাক ও অন্যান্য গাড়ি বহর নিয়ে আসলাম চৌধুরীকে এগিয়ে যান বাড়ির পথে।