Published : 03 Jan 2023, 05:04 PM
চট্টগ্রামের বোয়ালখালীতে ডোবা থেকে ভাঙ্গারি ব্যবসায়ী এক যুবকের লাশ উদ্ধার করার কথা জানিয়েছে পুলিশ।
মঙ্গলবার বুড়ি পুকুরপাড় এলাকার রাস্তা সংলগ্ন একটি ডোবা থেকে লাশটি উদ্ধার করা হয়।
মৃত মো. সোলায়মানের (৩০) বাড়ি উপজেলার পশ্চিম গোমদণ্ডী এলাকায়।
বোয়ালখালী থানার পরিদর্শক (তদন্ত) মহিউদ্দিন সুমন বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে জানান, সকালে স্থানীয়দের কাছ থেকে খবর পেয়ে ডোবা থেকে সোলায়মানের লাশ উদ্ধার করা হয়। সুরতহালে তার শরীরে আঘাতের কোনো চিহ্ন পাওয়া যায়নি।”
তিনি বলেন, “গতকাল (সোমবার) সোলায়মান বাড়ি থেকে রিকশা নিয়ে বের হয়েছিল। সন্ধ্যায় বুড়ি পুকুরপাড় এলাকায় তাকে দেখা গেছে এবং দোকানে চাও খেয়েছেন বলে জানিয়েছে স্থানীয় লোকজন।”
সোলায়মানের মৃত্যুর কারণ জানতে চাইলে পরিদর্শক মহিউদ্দিন সুমন বলেন, “রাস্তার পাশে তার ব্যাটারিচালিত অটোরিকশাটি ছিল এবং কোমরে রিকশার চাবিও ঝোলানো ছিল। কিভাবে মৃত্যু হয়েছে, তা জানতে ময়নাতদন্ত প্রতিবেদন প্রয়োজন।”