Published : 31 Oct 2023, 07:11 PM
বিএনপি-জামায়াত পারলে তারা দেশও বিক্রি করে দেবে বলে মন্তব্য করেছেন নগর আওয়ামী লীগের সভাপতি মাহতাব উদ্দিন চৌধুরী।
মঙ্গলবার ‘বিএনপি-জামায়েতসহ স্বাধীনতাবিরোধী অপশক্তির রাজপথ, রেলপথ ও নৌপথ অবরোধ কর্মসূচি প্রতিরোধকল্পে’ নগর আওয়ামী লীগ আয়োজিত শান্তি ও উন্নয়ন সমাবেশ এবং অবস্থান কর্মসূচিতে এই মন্তব্য করেন।
কেন্দ্রীয় নির্দেশনা অনুযায়ী দারুল ফজল মার্কেট চত্বরে নগর আওয়ামী লীগ এই সমাবেশের আয়োজন করে।
সমাবেশে মাহতাব উদ্দিন চৌধুরী বলেন, “নির্বাচন হবেই, তবে নির্বাচন বানচালকারীদের আমরা চিহ্নিত করে ফেলেছি। আমরা গণতন্ত্রে বিশ্বাসী। গণতন্ত্র রক্ষায় আলোচনার বিকল্প নেই। তবে এই আলোচনা হবে শর্তহীন। কেননা আওয়ামী লীগ কখনও কোনো দাসত্বনামায় বন্দী হবে না।
“বিএনপি-জামায়েত তাদের বিদেশি প্রভুদের কাছে দাসখত দিয়েছে। তারা দেশের স্বার্থকে বিসর্জন দিতে চায়। পারলে তারা দেশও বিক্রি করে দেবে।”
বিএনপির নেতাকর্মীদের নৃশংসতার বর্ণনা দিয়ে মাহতাব বলেন, “ঢাকায় পুলিশকে হত্যা করে তার পকেট থেকে মোবাইল ও টাকা চুরি করে নেয়ার ঘটনা আমরা প্রত্যক্ষ করেছি।
“তারা ক্ষমতায় গেলে জনগণের পকেটতো মারবেই পুরো বাংলাদেশ ব্যাংক লুট করে বিদেশে পাচার করে দেবে। এ ধরণের গণশত্রুকে কখনো রাষ্ট্র ক্ষমতায় জাতি দেখতে চায় না।”
নগর আওয়ামী লীগের প্রচার সম্পাদক শফিকুল ইসলাম ফারুকের সঞ্চালনায় অনুষ্ঠিত সমাবেশে বক্তব্য রাখেন চট্টগ্রাম মহানগর আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক শফিক আদনান, দপ্তর সম্পাদক হাসান মাহমুদ শমসের, আইন বিষয়ক সম্পাদক শেখ ইফতেখার সাইমুল চৌধুরী, তথ্য ও গবেষণা সম্পাদক চন্দন ধর, বন পরিবেশ বিষয়ক সম্পাদক মশিউর রহমান চৌধুরী প্রমুখ।
এদিকে সিটি মেয়র ও নগর আওয়ামী লীগ নেতা এম রেজাউল করিম চৌধুরী বলেছেন, হরতাল-অবরোধের মতো জনস্বার্থ বিরোধী রাজনীতির কারণে বিএনপিকে মুসলিম লীগের পরিণতি ভোগ করতে হবে।
মঙ্গলবার বিএনপি'র সন্ত্রাস ও নৈরাজ্যের প্রতিবাদে ৬ নম্বর পূর্ব ষোলশহর ওয়ার্ড আওয়ামী লীগের উদ্যোগে শান্তি ও উন্নয়ন সমাবেশে প্রধান অতিথির বক্তব্যে তিনি এ মন্তব্য করেন।
রেজাউল বলেন, “পুলিশ ও জনগণের উপর হামলার মধ্য দিয়ে বিএনপি প্রমাণ করেছে, তারা আবার সন্ত্রাসী চরিত্রে ফিরে গেছে। আগামী নির্বাচন পর্যন্ত বিএনপি-জামায়াতকে মোকাবিলা করতে হবে। সেজন্য আমাদের প্রস্তুত থাকতে হবে।
“হরতাল-অবরোধের মতো জনস্বার্থবিরোধী রাজনীতির কারণে বিএনপিকে মুসলিম লীগের পরিণতি ভোগ করতে হবে। বিএনপিকে বলব বিদেশি অপশক্তির উস্কানিতে কান না দিয়ে নির্বাচনে এসে নিজেদের অস্তিত্ব রক্ষা করুন। অন্যথায় বিএনপি হারিয়ে যাবে, টিকে থাকবে জনগণের দল আওয়ামী লীগ।”
সাবেক কাউন্সিলর সাইফুদ্দিন সাইফুর সঞ্চালনায় ও পূর্ব ষোলশহর ওয়ার্ড আওয়ামী লীগের সভাপতি মো. সামসূল আলমের সভাপতিত্বে শান্তি ও উন্নয়নের সমাবেশে বিশেষ অতিথির বক্তব্য রাখেন নগর আওয়ামী লীগের কোষাধক্ষ্য আবদুচ ছালাম।
সমাবেশে বক্তব্য রাখেন কাউন্সিলর আশরাফুল আলম, নুর মোস্তাফা টিনু, ওয়ার্ড আওয়ামী লীগ নেতা নাজিম উদ্দিন, জসিম উদ্দিন, নুর মো. নুরু, আইয়ুব খান, আতিকুর রহমান, শহীদ সরোয়ারর্দী, মোজাহেরুল ইসলাম প্রমুখ।