Published : 27 Nov 2023, 10:51 PM
চট্টগ্রামের বোয়ালখালীতে ট্রেনের ইঞ্জিনের ধাক্কায় টেম্পু উল্টে ছয়জন আহত হয়ছে।
সোমবার বিকালে বেঙ্গুরা এলাকায় এ দুর্ঘটনা ঘটে বলে পুলিশ জানিয়েছে।
আহতদের মধ্যে দুজনের নাম জানা গেলেও অন্যদের নাম জানা যায়নি। তারা হলেন- আবু তাহের ও মো. জামাল উদ্দিন।
তারা দুই জনই সম্পর্কে চাচাত ভাই; বোয়ালখালীর সারোয়াতলী ইউনিয়নের ৯ নম্বর ওয়ার্ডের উত্তর কঞ্জুরির বাসিন্দা।
বোয়ালখালী থানার এসআই আব্দুর জব্বার বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে জানান, ট্রেনের ইঞ্জিনটি পটিয়ার দিকে যাচ্ছিল। এ সময় মাছ নিয়ে একটি টেম্পু রেল লাইন পার হওয়ার সময় ইঞ্জিনের ধাক্কায় উল্টে পাশের পুকুরে পড়ে যায়।
এতে টেম্পুতে থাকা চালকসহ ছয়জন আহত হয়। আহতদের মধ্যে তিনজনকে উন্নত চিকিৎসার জন্য চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়।
বোয়ালখালীর গোমদণ্ডী স্টেশন মাস্টার অনুপম দে বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে জানান, নবনির্মিত দোহাজারী-কক্সবাজার রেল লাইনের চকরিয়া অংশে নির্মিত একটি ব্রিজে ট্রায়ালে যাচ্ছিল ইঞ্জিনটি। চট্টগ্রাম থেকে আসা ট্রেনটি বেলা পৌনে ৪টার দিকে গোমদণ্ডী স্টেশন ছেড়ে যায়।
“বেঙ্গুরা স্টেশনের একটু সামনে এ দুর্ঘটনা ঘটেছে বলে জানতে পেরেছি। যেখানে দুর্ঘটনা ঘটেছে সেটি গ্রামের ভেতরে অবৈধ ক্রসিং। সেখানে কোনও গেইটম্যান থাকে না।”
স্থানীয়রা জানিয়েছেন, আহতরা পটিয়া থেকে মাছ নিয়ে বোয়ালখালী এসেছে। স্থানীয় একটি সড়ক দিয়ে রেললাইন অতিক্রম করার সময় এ দুর্ঘটনা ঘটে।