Published : 03 Jul 2023, 11:32 PM
লক্ষ্যমাত্রার চেয়ে কম হলেও চট্টগ্রাম কাস্টমস কর্তৃপক্ষ আগের অর্থবছরের চেয়ে প্রায় ৪ শতাংশ বেশি রাজস্ব আহরণ করেছে।
সদ্য শেষ হওয়া ২০২২-২০২৩ অর্থবছরে প্রতিষ্ঠানটি রাজস্ব আদায় করেছে ৬১ হাজার ৪৬৪ কোটি টাকা, যা তাদের ইতিহাসে এখন পর্যন্ত এক বছরে সর্বোচ্চ।
এর আগে ২০২১-২০২২ অর্থবছরে রাজস্ব আহরণের পরিমাণ ছিল ৫৯ হাজার ১৫৯ কোটি টাকা। সে হিসাবে সদ্য সমাপ্ত অর্থবছরে প্রায় দুই হাজার ৩০৫ কোটি টাকা বা ৩ দশমিক ৯০ শতাংশ বেশি আদায় হয়েছে।
চট্টগ্রাম কাস্টমসের উপ কমিশনার বদরুজ্জামান মুন্সী বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে জানান, এর আগে কখনও ৬০ হাজার কোটি টাকার বেশি রাজস্ব আদায় হয়নি। সে হিসাবে এক অর্থবছরে রাজস্ব আদায়ে মাইলফলক এটি।
তিনি বলেন, “লক্ষ্যমাত্রার চেয়ে কম হলেও অর্থনৈতিক মন্দার মধ্যেও আমরা রেকর্ড রাজস্ব আদায় করতে পেরেছি। এটিকে ইতিবাচকভাবে দেখিছি।”
অর্থবছরের শেষ চার মাসে আমদানি বেশি হওয়ায় রাজস্ব আদায়ও বেশি হয় বলে জানান তিনি।
গত অর্থবছরে চট্টগ্রাম কাস্টমসের রাজস্ব আদায়ের লক্ষ্যমাত্রা ছিল ৭৪ হাজার ২০৬ কোটি টাকা। ওই হিসাবে লক্ষ্যমাত্রার চেয়ে ১৭ দশমিক ১৭ শতাংশ কম আহরণ হয়েছে।
গত অর্থবছরে সর্বোচ্চ ৬ হাজার ৩৬৫ কোটি টাকার রাজস্ব আহরণ হয় জুনে এবং সর্বনিম্ন ডিসেম্বরে ৪ হাজার ৩৮৮ কোটি টাকা।
এর আগে ২০২০-২০২১ অর্থবছরে চট্টগ্রাম কাস্টমস রাজস্ব আহরণ করেছিল ৫১ হাজার ৫৭৬ কোটি টাকা।