Published : 20 Dec 2023, 10:01 PM
বন্দরনগরী চট্টগ্রামের উদ্বাস্তু মানুষদের আবাসন চ্যালেঞ্জ মোকাবেলায় সহজ শর্তে ঋণ গুরুত্বপূর্ণ ভূমিকা রাখতে পারে বলে মন্তব্য করেছেন সিটি মেয়র এম রেজাউল করিম চৌধুরী।
বুধবার নগরীর থিয়েটার ইন্সটিটিউটে আয়োজিত কমিউনিটি গৃহ উন্নয়ন মহিলা সমিতির দ্বিতীয় বার্ষিক সাধারণ সভায় তিনি এ মন্তব্য করেন।
সভায় মেয়র বলেন, “জলবায়ু পরিবর্তনের ফলে নগরীতে অব্যাহতভাবে বৃদ্ধি পাওয়া উদ্বাস্তু মানুষের স্থায়ী আবাসনের চ্যালেঞ্জ মোকাবিলায় সহজ শর্তের ঋণ গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করতে পারে।
“জলবায়ু পরিবর্তনের ফলে বসতভিটা হারিয়ে দেশেরে নিম্নাঞ্চলের বিপুল পরিমাণ মানুষ ঢাকা, চট্টগ্রামসহ বড় শহরগুলোতে চলে আসছে। আবার কাজের খোঁজেও অনেকে ভিড় জমাচ্ছে শহরে।”
বর্তমানে এই নগরে দরিদ্রদের স্থায়ী আবাসন নিশ্চিত করা একটি বড় চ্যালেঞ্জে পরিণত হয়েছে মন্তব্য করে রেজাউল বলেন, “অনেকে কষ্ট করে অল্প কয়েকজন কিছু প্রান্তিক অঞ্চলে জমি কিনতে পারলেও বাড়ি করতে পারছে না। সহজ শর্তে ক্ষুদ্রঋণের ব্যবস্থা করতে পারলে নগর দরিদ্রের আবাসন সমস্যা অনেকাংশে কমানো সম্ভব।”
অন্যদের মধ্যে চট্টগ্রাম সিটি করপোরেশনের স্থপতি আবদুল্লাহ আল ওমর, বস্তি উন্নয়ন কর্মকর্তা মঈনুল হোসেন আলী চৌধুরী, ইউএনডিপি’র টাউন ম্যানেজার সরোয়ার হোসেন খান, সমিতির সভাপতি নুর জাহান বেগমসহ সমিতির ব্যবস্থাপনা কমিটির নেতৃবৃন্দ সভায় উপস্থিত ছিলেন।